শ্রীনগর, 21 অগাস্ট: JK ক্যাবস । জম্মু-কাশ্মীরের প্রথম ট্যাক্সি পরিষেবা । আজ বিকেল থেকে চালু হচ্ছে শ্রীনগরে । উবার, ওলার ধাঁচে এই ট্যাক্সি পরিষেবা শুরুর উদ্যোগ নেন শ্রীনগরের এক যুবক । তিনি বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, লজিস্টিক্স ও তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত । লক্ষ্,য কর্মসংস্থান সৃষ্টি এবং কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের ট্যাক্সিচালকদের পাশে দাঁড়ানো ।
JK ক্যাবসের কর্ণধার ফাজিল শওকত ETV ভারতকে বলেন, "আমরা 300 ক্যাব মালিক ও চালকদের সঙ্গে হাত মিলিয়েছি, যাতে এই কেন্দ্রশাসিত অঞ্চলে বিশ্বাসযোগ্য, নিরাপদ, সস্তা এবং দক্ষ পরিবহণ পরিষেবা দেওয়া যায় । পাশাপাশি যুবকদের জন্য কর্মংস্থানও তৈরি হয় ।" শ্রীনগরের সনৎ নগর এলাকার বাসিন্দা ফাজিল । MBA করেছেন । বলেন, "আমি এই প্রকল্প নিয়ে গত দু’বছর ধরে কাজ করছিলাম । কিন্তু কিছু আর্থিক অসুবিধার জন্য পরিষেবা শুরু করতে পারিনি । শেষপর্যন্ত সব কিছুর সমাধান হয়েছে । আজ থেকেই পরিষেবা চালু হচ্ছে ।"
ফাজিলের লক্ষ্য, এই পরিষেবার মাধ্যমে বাসিন্দাদের কম খরচে নির্বিঘ্ন পরিবহণ পরিষেবা দেওয়া । পাশাপাশি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর দুর্ভোগের মধ্যে পড়া চালকদের জন্য কাজের সুযোগ তৈরি করা । ফাজিল বলেন, "আমরা লক্ষ্য করেছি, অটোরিকশাওয়ালারা একচেটিয়া ব্যবসা করছে । যাত্রীদের থেকে বেশি টাকা নিচ্ছে । দরজার সামনে ক্যাব পরিষেবা পৌঁছে দিয়ে আমরা এটা শেষ করার পরিকল্পনা করেছি । আমাদের প্রতিটি ড্রাইভারের তথ্য পুলিশ যাচাই করে নিয়েছে । যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কিছু নেই ।" তিনি আরও যোগ করেন, "370 ও 65-A ধারার অবলুপ্তির পর বহু ট্যাক্সিচালক কর্মহীন হয়ে পড়েছেন । কারণ উপত্যকায় পর্যটন বন্ধ হয়ে গেছে । আমরা তাঁদের সঙ্গে হাত মিলিয়েছি এবং তাঁদের প্রতি কিলোমিটারে 14 টাকা করে দেওয়া হবে।"
ফাজিলের কথা অনুযায়ী, "ওলা ও উবেরের বিপরীতে, JK ক্যাবস অনলাইন ও অফলাইন, দু'রকমভাবেই চলবে । কাশ্মীরে কোনও বিষয় পরিকল্পনা করতে পারা যায় না । যে কোনও সময় পরিস্থিতি বদলে যেতে পারে । তাই আমরা প্রাথমিকভাবে অফলাইনেও ক্যাব পরিষেবা দিচ্ছি । শুধু আমাদের টোল ফ্রি নম্বরে ফোন করতে হবে । তাহলেই গ্রাহকের দরজায় ক্যাব পৌঁছে যাবে । গন্তব্য বা যাত্রী তোলার জায়গা নিয়ে চালক কোনও প্রশ্ন তুলবেন না ।" তিনি আরও যোগ করেন, "অক্টোবরের মধ্যে আমাদের মোবাইল অ্যাপ তৈরি হয়ে যাবে । অ্যাপটি 2G প্রযুক্তিতেও কাজ করার মতো করে তৈরি । তারপর গ্রাহকরা শহরের যে কোনও এলাকায় যেতে, যে কোনও মোড়েই রাইড বুক করতে পারবেন ।" পরিবহণ মন্ত্রকের প্রধান সচিব আসগর সামুন ঘোষণা করেছিলেন, ওলা, উবেরের ধাঁচে ট্যাক্সি পরিষেবা শুরু হবে কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে । তাৎপর্যপূর্ণভাবে, তার ঠিক চার মাস পরেই জম্মু-কাশ্মীরে JK ক্যাব চালু হল ।