বিহার, 7 জন: আগামী অক্টোবর কিংবা নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তাই কোমর বেঁধে ভোটের প্রচারের ময়দানে নেমে পড়লেন জনতা দল (ইউনাইটেড)-র প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে কোরোনার জেরে এবার কিছুটা অন্যভাবেই প্রচারে নামলেন JD(U) প্রধান। রবিবার সীতামারহি, শিবহর, মধুবনি ও পূর্ব চম্পারন জেলার দলীয় নেতৃত্ব থেকে বুথ পর্যায়ের কর্মীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রচার শুরু করলেন নীতীশ কুমার।
এই নির্বাচনী প্রচার চলবে 12 জুন পর্যন্ত। এই ছ-দিনে নীতীশ কুমার রাজ্যের 38 জেলায় দলীয় নেতৃত্ব থেকে বুথ পর্যায়ের কর্মীদের নিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রচার চালাবেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা BJP নেতা অমিত শাহও দলীয় কর্মীদের নিয়ে গেরুয়া শিবির নামে ডিজিটাল সভা করবেন বিহারে।
এক নজরে দেখে নেব JD(U)-র 6 দিনের ভোট প্রচারের কর্মসূচি,
7 জুন - সীতামারি, শিবহর, মধুবনি, পূর্ব চম্পারনে ডিজিটাল সভা