পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংসদে জয় বাংলা স্লোগান শুনে বিষণ্ণ, টুইট তথাগতর - MP slogan

নাম না করে তৃণমূল সাংসদদের খোঁচা দিলেন মেঘালয়ের রাজ্যপাল । টুইটে তথাগত লেখেন, 'আমি লোকসভায় কয়েকজন সাংসদের মুখে জয় বাংলা স্লোগান শুনে বিষণ্ণ, দুঃখিত । এটা আসলে সার্বভৌম বাংলাদেশের স্লোগান ।'

তথাগত রায় -ফাইল ছবি

By

Published : Jun 19, 2019, 9:26 PM IST

দিল্লি, 19 জুন : নাম না করে তৃণমূল সাংসদের কটাক্ষ করলেন তথাগত রায় । সংসদে "জয় বাংলা" স্লোগান শুনে বিষণ্ণ, দুঃখিত বলে টুইট করেন মেঘালয়ের রাজ্যপাল । তিনি টুইটে বলেন, বাংলায় উপ-জাতীয়তাবাদ প্রচারের চেষ্টা চালানো হচ্ছে ।

আজ , একটি টুইটে তথাগত রায় লেখেন, 'আমি লোকসভায় কয়েকজন সাংসদের মুখে জয় বাংলা স্লোগান শুনে বিষণ্ণ, দুঃখিত । এটা আসলে সার্বভৌম বাংলাদেশের স্লোগান । তাঁরা যে কোনও সময় পাকিস্তান জিন্দাবাদের মতোও স্লোগান দিতে পারেন । এটা কি কোথাও বাংলায় উপ-জাতীয়তাবাদ প্রচারের চেষ্টা চলছে ? '

আরও পড়ুন : জয়শ্রীরামের নিন্দাকারীরা বাঙালি হিন্দুর শত্রু : তথাগত

উল্লেখ্য, গতকালই লোকসভার বাদল অধিবেশনের শুরুতে সদ্য নির্বাচিত সাংসদরা শপথবাক্য পাঠ করেন । তৃণমূলের সাংসদদের অনেকেই শপথবাক্য পাঠের পর জয় বাংলা স্লোগান দেন । পালটা BJP সাংসদরাও জয়শ্রীরাম স্লোগান দেন । আজ এই ঘটনার প্রেক্ষিতেই টুইটে নাম করে তৃণমূল সাংসদের খোঁচা দিলেন মেঘালয়ের রাজ্যপাল ।

ABOUT THE AUTHOR

...view details