দেরাদুন, 5 জানুয়ারি : 13 বছর বয়সি আস্থা ঠাকুর ৷ নিজের গ্রামকে প্লাস্টিকমুক্ত করতে বদ্ধপরিকর ৷ তাই তারই মতো আরও কয়েকজন পড়ুয়াদের নিয়ে তৈরি করেছে 'টিম আস্থা' ৷ প্লাস্টিকের ব্যবহার বন্ধের জন্য তারা কাগজের ব্যাগ তৈরি করছে ৷ পাশাপাশি, মানুষকে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে সচেতনও করছে ৷
স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশজুড়ে মানুষ পরিবেশ সংরক্ষণ সম্পর্কে অন্যান্যদের শিক্ষিত করার চেষ্টা করা হচ্ছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তায় অনুপ্রাণিত হয়েই নিজের গ্রামকে প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ আস্থার ৷ দেরাদুন থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত তাউলি গ্রামের বাসিন্দা সে ৷ গ্রামকে প্লাস্টিকমুক্ত করতে তৈরি করে নিয়েছে বাল পঞ্চায়েত ৷ যেখানে পাঁচ থেকে 14 বছর বয়সি 28 জন স্কুল পড়ুয়া রয়েছে ৷ প্লাস্টিক বিরুদ্ধে লড়াই করতে এই ছাত্রছাত্রীরা কাগজের ব্যাগ বানাচ্ছে ৷
এই কাগজের ব্যাগ অনেক মানুষ ব্যবহার করুক এবং পরিবেশকে বাঁচাতে ও দৈনন্দীন জীবনে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করুক, এটাই তাদের একমাত্র লক্ষ্য ৷ গত এক বছর ধরে এই কাজের কারণগুলি তারা সকলের কাছে তুলে ধরে চলেছে ৷ একটি ভালো কাজে আস্থা ও তার দলের এই উদ্যোগ দেখে বর্তমানে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্যের জন্য এগিয়ে এসেছে ৷