শ্রীনগর, 3 জুন : আজ সকালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাধে ৷ এই সংঘর্ষে তিন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে খতম করলেন নিরাপত্তা রক্ষীরা ৷ জঙ্গিদের সঙ্গে এই সংঘর্ষে একজন নিরাপত্তা রক্ষীও আহত হয়েছেন বলে খবর ৷ মৃত তিনজনের মধ্যে একজন জঙ্গিকে সনাক্ত করা গিয়েছে ৷ সে "ফৌজি ভাই" নামে পরিচিত ৷ সে একজন IED বিশেষঞ্জ বলেও জানানো হয়েছে ৷
রিয়াজ় নাইকুর মৃত্যুর প্রায় এক মাস পর ফৌজি ভাই-সহ তিন জঙ্গিকে খতম করতে সফল হল নিরাপত্তা রক্ষীরা ৷ হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর কমান্ডার রিয়াজ় নাইকু কাশ্মীরের কুখাত্য জঙ্গীদের মধ্যে একজন ৷ তাকেও এক মাস আগে জম্মু ও কাশ্মীরে একটি এনকাউন্টারে খতম করা হয় ৷
কাশ্মীর রেঞ্জের ইন্সপেক্টর জেনেরাল পুলিশ বিজয় কুমার বলেন, "রিয়াজ় নাইকুকে খতম করার পর সেনা, CRPF ও পুলিশের কাছে এটা দ্বিতীয় বড় সাফল্য ৷ বাকি দুই জঙ্গিকে এখনও সনাক্ত করা যায়নি ৷ গত সপ্তাহে পুলওয়ামায় গাড়ি থেকে উদ্ধার হওয়া IED এই ফৌজি ভাই-ই বানিয়েছিল ৷"