পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জাগতে রহো : সাবধান! আপনিও হতে পারেন আইডেন্টিটি ক্লোনিংয়ের শিকার

অজ্ঞাতপরিচয়ের অপরাধীরা লখনউয়ের ACP (সেন্ট্রাল) অভয় কুমার মিশ্রের নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছিল ৷ এই অ্যাকাউন্ট থেকে তার বন্ধুদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে চেয়েছিল । সাইবার অপরাধীদের ব্যবহৃত এই পদ্ধতিটি আইডেন্টিটি ক্লোনিং হিসাবে পরিচিত ।

আইডেন্টিটি ক্লোনিং
আইডেন্টিটি ক্লোনিং

By

Published : Jun 24, 2020, 7:00 AM IST

লখনউ, 24 জুন : লকডাউনের জেরে দেশজুড়ে বেড়েছে সাইবার অপরাধ ৷ এইরকম একটি ঘটনায়, উত্তরপ্রদেশের লখনউয়ের ACP (সেন্ট্রাল) অভয় কুমার মিশ্রকে সম্প্রতি ফেসবুকে অজ্ঞাতপরিচয় অপরাধীরা নিশানা বানিয়েছিল । তাঁর একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে সেখান থেকে তাঁর বন্ধুদের দ্রুত পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য দাবি করা হয় ৷

অভয় কুমার মিশ্রর একজন বন্ধু তাঁর কাছে বিষয়টি সম্পর্কে জানতে ফোন করেন ৷ তারপরই ঘটনাটি সামনে আসে ৷ অভয় কুমার মিশ্র লখনউয়ের সাইবার অপরাধ সেলে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন এবং গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়ে তদন্ত করার উদ্যোগ নেন ৷

এরকম ভুয়ো অ্যাকাউন্ট খোলার মতো 12টি ঘটনা সাইবার অপরাধ সেলের সামনে আসে ৷ যেখানে প্রতারকরা বন্ধু ও আত্মীয় স্বজনকে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে মেসেজ করে ৷ এই বিষয়ে কথা বলতে গিয়ে ACP (সাইবার অপরাধ) বিবেক রঞ্জন রাই বলেন, ইন্টারনেট ব্যবহারকারীরা যদি আরও সতর্ক হন, তাহলে এই অপরাধগুলিকে এড়ানো যেতে পারে ৷ ETV ভারতকে তিনি জানান, "সাইবার অপরাধ এড়াতে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য আমরা একটি সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছি ৷ এছাড়া কিছু গাইডলাইনও ইশু করেছি ৷"

আইডেন্টিটি ক্লোনিং কী, তার থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে

বিবেক রঞ্জন রাই বলেন, "এই সমস্ত ঘটনা এড়াতে ব্যবহারকারীর নিজেদের প্রোফাইল পিকচার লক করে রাখা উচিত ৷ যাতে অপরাধীরা তা ডাউনলোড না করতে পারে ৷ দ্বিতীয়ত, ব্যবহারকারীর উচিত তাঁর ফ্রেন্ডলিস্ট লুকিয়ে রাখা ৷"

ABOUT THE AUTHOR

...view details