পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজ্যপাল কি কাঠপুতুল, প্রশ্ন সিভিল সার্ভিস পরীক্ষায় - পটনা

রাজ্যপাল কি কাঠপুতুল । এমনই প্রশ্ন এল বিহারের সিভিল সার্ভিস পরীক্ষায় ।

প্রতীকী ছবি

By

Published : Jul 16, 2019, 4:21 PM IST

Updated : Jul 16, 2019, 4:37 PM IST

পটনা, 16 জুলাই : সিভিল সার্ভিসের পরীক্ষা দিতে এসেছিলেন । কিন্তু, পরীক্ষায় এমন প্রশ্ন আসবে, তা হয়তো ভাবেননি পরীক্ষার্থীরা । আর এমন প্রশ্ন নিয়ে বিতর্কও বেধেছে ।

কী প্রশ্ন করা হয়েছে বিহারের সিভিল সার্ভিস পরীক্ষায় ?

বিহারের সিভিল সার্ভিসের মেইন পরীক্ষার জেনেরাল নলেজ পেপারে প্রশ্ন করা হয়েছে, ভারতের রাজ্য রাজনীতিতে রাজ্যপালের ভূমিকা পর্যালোচনা করো । বিশেষ করে বিহারের ক্ষেত্রে । রাজ্যপাল কি শুধুই কাঠপুতুল ?

এমন প্রশ্ন হওয়ায় বিতর্ক বাধে । তারপরই বিষয়টি নিয়ে নিজেদের দায়ভার ঝেড়ে ফেলে বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC) । তারা জানায়, প্রশ্নপত্র তৈরিতে তাদের সদস্যদের কোনও ভূমিকা নেই । যিনি জেনেরাল নলেজ পেপারের প্রশ্নপত্র তৈরি করেছেন, তাঁর ঘাড়ে কার্যত দায়ভার চাপান BPSC আধিকারিকরা । একইসঙ্গে তাঁদের বক্তব্য, কাঠপুতুল শব্দটি বাদে এই প্রশ্নের মধ্যে কোনও ভুল নেই । কাঠপুতুল শব্দ এড়ানো যেত । তবে BPSC-র তরফে পরে দুঃখপ্রকাশ করা হয় ।

বছর দুয়েক আগে বিহারের সরকারি স্কুলের ক্লাস এইটের পরীক্ষায় একটি প্রশ্ন নিয়েও বিতর্ক বেধেছিল । প্রশ্ন ছিল, পাঁচটি দেশের নাগরিকদের কী বলে ডাকা হয় । পাঁচটি দেশের নাম দেওয়া হয়- চিন, নেপাল, ইংল্যান্ড, ইন্ডিয়া এবং কাশ্মীর । কাশ্মীরকে কী ভাবে দেশ বলা হল, তা নিয়ে বিতর্ক বেধেছিল । রাজ্য সরকার এই নিয়ে দুঃখপ্রকাশ করেছিল । যিনি প্রশ্নপত্র তৈরি করেছিলেন, তাঁকে ব্ল্যাকলিস্ট করা হয় ।

Last Updated : Jul 16, 2019, 4:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details