পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

GDP কি দেশের অর্থনীতি ও উন্নয়নের নির্ধারক? - gdp

শুধুমাত্র সরকার নয়, অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞই GDP-র পরিসংখ্যানকে হাতিয়ার করে দেশের অগ্রগতির কথা বলেন । তবে এর মাধ্যমে অনেক সময়ই দেশের প্রকৃত অর্থনৈতিক ব্যবস্থা আমাদের নজর এড়িয়ে যায় ।

GDP কি দেশের অর্থনীতি ও উন্নয়নের নির্ধারক?

By

Published : Sep 3, 2019, 8:02 PM IST

অনেক সময়ই GDP-র পরিসংখ্যান দিয়ে বলা হয় বিশ্বের যে দেশগুলির দ্রুত আর্থিক বৃদ্ধি হচ্ছে, তাদের মধ্যে ভারত অন্যতম । শুধুমাত্র সরকার নয়, অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞই GDP-র পরিসংখ্যানকে হাতিয়ার করে দেশের অগ্রগতির কথা বলেন । তবে এর মাধ্যমে অনেক সময়ই দেশের প্রকৃত অর্থনৈতিক ব্যবস্থা আমাদের নজর এড়িয়ে যায় । অবশ্য GDP বৃদ্ধির হার বিভিন্ন ক্ষেত্রে সেই শিল্পগুলির বৃদ্ধি বুঝতে সাহায্য করে । তা ছাড়া GDP বাড়লে সরকারের কোশাগারেও বাড়তি কর জমা পড়ে ।

ঘটনাচক্রে, ভারত এই বছর বিশ্বে GDP-র ক্রমতালিকায় পঞ্চম থেকে সপ্তম স্থানে নেমে গেছে । তবে দেশের অর্থনৈতিক বৃদ্ধির মানদণ্ডের অনেকগুলি সূচকের মধ্যে GDP একটি । GDP বৃদ্ধির হার বাড়লেও অনেকগুলি বিষয় বিশ্লেষণের মাধ্যমে দেশের অর্থিক স্বাস্থ্য নির্ধারণ করা সম্ভব হয় ।

বৈদেশিক মুদ্রা কাদের পকেটে যাচ্ছে । দেশে বৈদেশিক মুদ্রার ভাঁড়ার বাড়ছে কিনা, বাড়লে তা কত দ্রুত বা ধীরে বাড়ছে । দারিদ্র কমছে কি না, কমলে কত দ্রুত বা ধীরে কমছে । ধনী এবং গরীবের সম্পদের পার্থক্য কমছে কি না, কমলে কত দ্রুত বা ধীরে কমছে । দেশের পরিকাঠামো উন্নয়ন যত দ্রুত হবার কথা ছিল তত দ্রুত হচ্ছে কি না । দেশের উচ্চ শিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণার অবস্থা কী - এই সব বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে GDP বৃদ্ধির হার বাড়লে তবেই প্রকৃত অর্থে দেশের উন্নয়ন হচ্ছে বলে বোঝা যায় ।

গত আর্থিক বর্ষের শেষে ভারতে GDP ছিল আনুমানিক 140.78 লাখ কোটি । ভারতে এই মুহূর্তে 25 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে । যা মোট জনসংখ্যার নিরিখে 20 শতাংশ । তবে এই 25 কোটি মানুষের মোট বাৎসরিক খরচ মাত্র 2 লাখ 91 হাজার 600 কোটি টাকা । যা ভারতের GDP-র মাত্র 2 শতাংশর কাছাকাছি । ভারতে গড় মাথা পিছু আয় বছরে 1,05,688 টাকা । এদিকে দারিদ্রসীমার নীচে থাকা ব্যক্তিদের গড় বাৎসরিক আয় 11,680 টাকা । যা ভারতের মাথাপিছু আয়ের হিসাবে 9 শতাংশ । তবে কি বলা যায় GDP বৃদ্ধি ও দেশের উন্নতি সমন্তরাল?

মতামত লেখকের ব্যক্তিগত । উল্লিখিত মতামত ETV ভারতের নয় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details