রাজৌরি (জম্মু-কাশ্মীর), 26 অগাস্ট : ইরমিম শামিম ৷ প্রথম মহিলা যিনি জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলা থেকে MBBS প্রবেশিকা পরীক্ষায় পাস করে AIIMS-এ পড়াশোনার সুযোগ পেয়েছেন ৷ জুন মাসে AIIMS-এর MBBS প্রবেশিকা পরীক্ষায় পাস করেছেন শামিম ৷
বাড়ি রাজৌরির ধানোর গ্রামে ৷ সীমান্তবর্তী জেলার প্রত্যন্ত এই গ্রামে ছিল না কোনও ভালো স্কুল ৷ তাই প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে যেতে হত তাঁকে ৷ পরিবারের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না ৷ কিন্তু চলার পথে সমস্ত প্রতিকূলতাকে জয় করে এগিয়ে গেছেন ৷
শামিম বলেন, "সবারই জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে ৷ চ্যালেঞ্জের সঙ্গে যুদ্ধ করলে সাফল্য আসবেই ৷" পরিবারের সদস্যরাও মেয়ের সাফল্যে গর্বিত ৷ তাঁরা চান মেয়ে পড়াশোনা করে বড় ডাক্তার হোক ৷ ভবিষ্যতে জম্মু-কাশ্মীরসহ সারা দেশের মানুষের সেবা করুক ৷ শামিমের কাকা লিয়াকৎ চৌধুরি বলেন, "জম্মু-কাশ্মীরের নারীরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে, জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁদের প্রতিভার প্রমাণ দিয়েছে ৷"
ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার আজিজ আসাদ, শামিমের প্রশংসায় পঞ্চমুখ ৷ এবং ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন ।