দিল্লি, 24 জুলাই : তাঁর কোলে শুয়ে হাসছে এক শিশু । তিনিও তার দিকে তাকিয়ে হাসছেন । এমনই একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি । শিশু ও প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরাও ।
মোদি খেলা করছেন শিশুটির সঙ্গে । শিশুটিও দিব্যি হাসছে প্রধানমন্ত্রীর কোলে । এমনই ছবি পোস্ট করা হয়েছে ৷ টেবিলে দুটো চকোলেটও রয়েছে । আর প্রধানমন্ত্রীর কোলে দেখা গেছে একরত্তিকে । সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ''সংসদে এক বিশেষ বন্ধু আজ আমার সঙ্গে দেখা করতে এসেছেন । ''
জানা গেছে, প্রধানমন্ত্রীর কোলের ওই শিশু BJP সাংসদ সত্যনারায়ণ জতিয়ার নাতনি । সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা অতিথিদের মধ্যে ছিল শিশুটিও ৷ এই শিশুটির সঙ্গে মোদির ছবি সোশাল মিডিয়ায় পাঁচ লাখেরও বেশি লাইক পায় ৷
সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ইনস্টাগ্রামে শিশুটিকে নিয়ে ছবি পোস্ট করে লেখেন প্রধানমন্ত্রী । আর ওই পোস্টের কিছুক্ষণের মধ্যেই লাইকের বন্যায় ভেসে যায় প্রধানমন্ত্রী মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট । এমনিতে ইনস্টাগ্রামে মোদির ফলোয়ারের সংখ্যা বর্তমানে আড়াই কোটি ছাড়িয়েছে । কিন্তু তিনি কাউকে ফলো করেন না ।