পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মিনিটে 650 রাউন্ড গুলি করতে পারে ইনসাস

ভারতীয় সেনার কাছে সবসময়ই থাকে এই রাইফেল ৷ 1999 সালে কার্গিল যুদ্ধের সময় প্রথম এই রাইফেল ব্যবহার করা হয় ৷

ইনসাস
ইনসাস

By

Published : Aug 2, 2020, 7:01 AM IST

অ্যাসল্ট রাইফেল ও লাইট মেশিন গানের পরিবারের সদস্য হল ইনসাস অর্থাৎ ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টেম ৷ এই অস্ত্র তৈরি করে তিরুচিরাপল্লির অর্ডন্যান্স ফ্যাক্টরির অর্ডন্যান্স ফ্যাকট্রিজ় বোর্ড, স্মল আর্মস ফ্যাক্টরি কানপুর ও ইশাপুর আর্সেনাল ৷ ভারতীয় সেনার কাছে সবসময়ই থাকে এই রাইফেল ৷ তবে, ভবিষ্যতে AK-203-এর সঙ্গে এটি পরিবর্তন করা হতে পারে বলে খবর ৷

ইনসাসের ডিজ়াইন

ইনসাসে রয়েছে ক্রোম-প্লেটেড বোর ৷ AKM বা AK-47-এর লম্বা স্ট্রোক পিস্টন ও রোটেটিং বোল্টের মতো একই পিস্টন ও বোল্ট রয়েছে এই রাইফেলেও ৷ এর মধ্যে রয়েছে ম্যানুয়াল গ্যাস রেগুলেটর ৷ রয়েছে গ্রেনেড নিক্ষেপের জন্য গ্যাস কাট-অফ ৷ এটি নিজে থেকে তিন-রাউন্ড গুলি করতে পারে বা বলে যেতে পারে এটি অর্ধ স্বয়ংক্রিয় ৷ এটি প্রতি মিনিটে 650 রাউন্ড গুলি করতে পারে ৷ স্টেয়ার অগের থেকে স্বচ্ছ প্লাস্টিক ম্যাগাজ়িনের ধারণা নেওয়া হয়েছে ৷

ইনসাস রাইফেলের বৈশিষ্ট্য

ইনসাসের অভিযান ইতিহাস

1999 সালে কার্গিল যুদ্ধের সময় হিমালয়ের উঁচু জায়গায় এই রাইফেল ব্যবহার করেছিল ভারতীয় সেনা ৷ তবে, ঠান্ডার জন্য রাইফেল জ্যাম হয়ে যাওয়ায় সমস্যা তৈরি হয় ৷ বন্দুক থেকে তেল বেরিয়ে ব্যবহারকারীর চোখে ঢুকে যেত বলেও রিপোর্ট করা হয়েছিল ৷ 2009 সালে এই বন্দুক নিয়ে অনুশীলনের সময় জখম হয়েছিলেন কয়েকজন জওয়ান ৷ পরে এই সমস্যাগুলির সমাধান করা হয় ৷

2014 সালে CRPF ইনসাসের ব্যবহার বন্ধের জন্য আবেদন করে ৷ CRPF-র ডিরেক্টর জেনেরাল দিলীপ ত্রিবেদী বলেন, AK-47 ও X-95-র থেকে বেশি সমস্যা হয় ইনসাসে ৷

2015 সালে ভারত সরকার কয়েকটি ইনসাস রাইফেলকে সরিয়ে CRPF-র জন্য AK-47 নিয়ে আসে ৷ 2017 সালের শুরুতে ঘোষণা করা হয়, ইনসাস সরিয়ে 7.62x51 মিলিমিটার NATO কার্তুজের বন্দুক নিয়ে আসা হবে ৷

ইনসাসের পরিবার

এই পরিবারে রয়েছে ইনসাস স্ট্যান্ডার্ড রাইফেল, LMG, এক্সক্যালিবার, কালান্তক ও অমোঘ ৷

কারা কারা ব্যবহার করে এই রাইফেল ?

  • ভারত
  • ভুটান
  • নেপাল
  • ওমান
  • সোয়াজ়িল্যান্ড

ইনসাসের ইতিহাস

1950-এর শেষের দিকে ভারতীয় সশস্ত্র বাহিনী L1A1 সেল্ফ-লোডিং রাইফেলের স্থানীয়ভাবে নির্মিত কপি ব্যবহার করতে শুরু করে ৷ 1980-র মাঝামাঝি সময়ে অন্য অবসোলেট রাইফেলগুলিকে পরিবর্তন করে 5.56 মিলিমিটার ক্যালিবার রাইফেল নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ 1990 সালে ইনসাস গ্রহণ করা হয় ৷ 1990 থেকে 1992 সালের মধ্যে ভারতে রাশিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ও ইজ়রায়েল থেকে এক লাখ 7.62x39 মিলিমিটার AKM-টাইপ রাইফেল অর্ডার দেওয়া হয় ৷

ইনসাস সিস্টেমের অন্তর্ভুক্ত করা হয় রাইফেল, কার্বাইন ও স্কোয়াড অটোমেটিক উইপেন বা লাইট মেশিন গান ৷ 1997 সালে প্রচুর পরিমাণে রাইফেল ও LMG তৈরি করা হয় ৷ 1998 সালে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথম ইনসাস রাইফেলকে জনসমক্ষে নিয়ে আসা হয় ৷ 1999 সালে কার্গিল যুদ্ধের সময় প্রথম কোনও যুদ্ধে এই রাইফেল ব্যবহার করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details