অ্যাসল্ট রাইফেল ও লাইট মেশিন গানের পরিবারের সদস্য হল ইনসাস অর্থাৎ ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টেম ৷ এই অস্ত্র তৈরি করে তিরুচিরাপল্লির অর্ডন্যান্স ফ্যাক্টরির অর্ডন্যান্স ফ্যাকট্রিজ় বোর্ড, স্মল আর্মস ফ্যাক্টরি কানপুর ও ইশাপুর আর্সেনাল ৷ ভারতীয় সেনার কাছে সবসময়ই থাকে এই রাইফেল ৷ তবে, ভবিষ্যতে AK-203-এর সঙ্গে এটি পরিবর্তন করা হতে পারে বলে খবর ৷
ইনসাসের ডিজ়াইন
ইনসাসে রয়েছে ক্রোম-প্লেটেড বোর ৷ AKM বা AK-47-এর লম্বা স্ট্রোক পিস্টন ও রোটেটিং বোল্টের মতো একই পিস্টন ও বোল্ট রয়েছে এই রাইফেলেও ৷ এর মধ্যে রয়েছে ম্যানুয়াল গ্যাস রেগুলেটর ৷ রয়েছে গ্রেনেড নিক্ষেপের জন্য গ্যাস কাট-অফ ৷ এটি নিজে থেকে তিন-রাউন্ড গুলি করতে পারে বা বলে যেতে পারে এটি অর্ধ স্বয়ংক্রিয় ৷ এটি প্রতি মিনিটে 650 রাউন্ড গুলি করতে পারে ৷ স্টেয়ার অগের থেকে স্বচ্ছ প্লাস্টিক ম্যাগাজ়িনের ধারণা নেওয়া হয়েছে ৷
ইনসাসের অভিযান ইতিহাস
1999 সালে কার্গিল যুদ্ধের সময় হিমালয়ের উঁচু জায়গায় এই রাইফেল ব্যবহার করেছিল ভারতীয় সেনা ৷ তবে, ঠান্ডার জন্য রাইফেল জ্যাম হয়ে যাওয়ায় সমস্যা তৈরি হয় ৷ বন্দুক থেকে তেল বেরিয়ে ব্যবহারকারীর চোখে ঢুকে যেত বলেও রিপোর্ট করা হয়েছিল ৷ 2009 সালে এই বন্দুক নিয়ে অনুশীলনের সময় জখম হয়েছিলেন কয়েকজন জওয়ান ৷ পরে এই সমস্যাগুলির সমাধান করা হয় ৷
2014 সালে CRPF ইনসাসের ব্যবহার বন্ধের জন্য আবেদন করে ৷ CRPF-র ডিরেক্টর জেনেরাল দিলীপ ত্রিবেদী বলেন, AK-47 ও X-95-র থেকে বেশি সমস্যা হয় ইনসাসে ৷