পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশের প্রথম দৃষ্টিহীন মহিলা IAS যোগ দিলেন কাজে - IAS

6 বছর বয়সে দৃষ্টিশক্তি হারান মহারাষ্ট্রের উল্লাসনগরের প্রাঞ্জল পাটিল ৷ কিন্তু নিজের মনোবল কোনওদিনও নষ্ট হতে দেননি রাষ্ট্রবিজ্ঞানের এই স্নাতক ৷ এরপর আন্তর্জাতিক সম্পর্কের উপর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ৷ আজ তিনি দেশের প্রথম দৃষ্টিহীন মহিলা IAS অফিসার ৷

ছবি সৌজন্যে : ANI

By

Published : Oct 14, 2019, 9:51 PM IST

তিরুবনন্তপুরম, 14 অক্টোবর : হার না মানা এক জেদের নাম প্রাঞ্জল পাটিল ৷ দেশের প্রথম দৃষ্টিহীন মহিলা IAS অফিসার ৷ আজ তিরুবনন্তপুরমে সাব কালেক্টরের দায়িত্বগ্রহণ করেন তিনি ৷ প্রতিবন্ধকতা যে জীবনে এগিয়ে যাওয়ার পক্ষে কোনও বাধা নয়, তা আরও একবার প্রমাণ করলেন তিনি ৷ আজ প্রাক্তন কালেক্টর বি গোপালকৃষ্ঞনের থেকে দায়িত্ব বুঝে নেন তিনি ৷ এর আগে 2018 সালে এরনাকুলমে সহকারী কালেক্টরের দায়িত্ব সামলেছেন তিনি ৷

আজ প্রাঞ্জল পাটিল বলেন, "এই পদে যোগ দিয়ে করে আমি খুবই আনন্দিত ও গর্বিত৷ আমার কাজ শুরুর পর আমি এই জেলা সম্পর্কে আরও বেশি করে জানতে পারব এবং সেইমতো পরিকল্পনা করতে পারব ৷ আমি আমার সহকর্মী ও তিরুবনন্তপুরমের মানুষদের সমর্থন এবং সহযোগিতা কামনা করি ৷"

প্রাঞ্জল পাটিলের বাড়ি মহারাষ্ট্রের উল্লাসনগরে ৷ মাত্র 6 বছর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি ৷ কিন্তু নিজের মনোবল কোনওদিনও নষ্ট হতে দেননি তিনি ৷ রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ৷ তারপর আন্তর্জাতিক সম্পর্কে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ৷ শারীরিক প্রতিকূলতাকে কোনওদিনই নিজের সাফল্যের পথে বাঁধা হয়ে দাঁড়াতে দেননি তিনি ৷

2016 সালে প্রথমবার সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন তিনি ৷ পান 733তম স্থান ৷ ঠিক তার পরের বছরেই 124তম স্থান পান তিনি ৷ দেশের যুবসমাজের প্রতি তাঁর বার্তা, "আমাদের কখনও কোনও পরিস্থিতিতেই হার মানা যাবে না ৷ চেষ্টা এবং পরিশ্রমই আমাদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে ৷"

ABOUT THE AUTHOR

...view details