পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতে তসলিমার ভিসার মেয়াদ বাড়ল মাত্র 3 মাস

তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ তিন মাসের জন্য বাড়াল ভারত সরকার । টুইট করে জানালেন লেখিকা ।

ফাইল ফোটো

By

Published : Jul 18, 2019, 6:29 PM IST

Updated : Jul 18, 2019, 7:14 PM IST

দিল্লি, 18 জুলাই : মাত্র তিন মাসের জন্য তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়াল ভারত সরকার । পাঁচ বছরের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিলেন তসলিমা । সেই জায়গায় মাত্র তিন মাস বাড়ানোয় অবাক লেখিকা ।

চলতি মাসের 27 তারিখ ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হচ্ছে তসলিমার । প্রতিবারের মতো এবারও ভারত সরকারের কাছে পাঁচ বছরের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিলেন তিনি । লেখিকা তাঁর টুইটে জানিয়েছেন, প্রত্যেকবার এক বছর করে মেয়াদ বৃদ্ধি করা হত । কিন্তু এবছর ভিসার মেয়াদ মাত্র তিন মাস বাড়ানো হয়েছে । লেখিকা লেখেন, "প্রতিবছর পাঁচ বছরের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করি । কিন্তু প্রতিবছরই এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি হয় । এবছরও পাঁচ বছরের আবেদন করেছিলাম । কিন্তু মাত্র তিন মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ।" একইসঙ্গে এই টুইটেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেন ।

অপর একটি টুইটে তসলিমা লেখেন, "ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য ধন্যবাদ জানাচ্ছি । কিন্তু আমি অবাক, মাত্র তিন মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে । প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আমাকে 50 বছরের মেয়াদ বৃদ্ধির জন্য নিশ্চিত করেছিলেন । ভারত আমার একমাত্র বাড়ি । আমি নিশ্চিত আপনি উপযুক্ত ব্যবস্থা নেবেন ।"

ভিসা নিয়ে বরাবরই সমস্যার মুখোমুখি হতে হয়েছে তসলিমাকে । এর আগে দু'মাসের জন্য বাড়ানো হয়েছিল লেখিকার ভিসার মেয়াদ ।

Last Updated : Jul 18, 2019, 7:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details