বালাসোর, 3 অক্টোবর : পারমাণবিক সক্ষম এবং সারফেস টু সারফেস শৌর্য ব্যালিস্টিক মিশাইলের নব সংস্করণ আজ সফলভাবে পরীক্ষা করল ভারত । সূত্রে খবর, 800 কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারবে শৌর্যের এই নবসংস্করণ ।
সরকারি সূত্রে জানা গেছে, একই শ্রেণির বিদ্যমান মিশাইলের পরিপূরক হিসেবে এই নবসংস্করণটি কৌশলগত বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে । এই মিশাইলটি পূর্বের তুলনায় হালকা এবং ব্য়বহারের ক্ষেত্রেও সহজ । মিশাইলটি শেষ পর্যায়ে লক্ষ্যবস্তুর কাছাকাছি এলে হাইপারসোনিক গতিতে আঘাত করে ।