পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সফল উৎক্ষেপণ, শত্রুপক্ষের ট্যাঙ্ক নিমেষে ধ্বংস করবে ''নাগ''

2018 সালে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল DRDO-র নাগ মিজ়াইলের নকশায় সম্মতি দেয় । তার পরই DRDO নাগ মিজ়াইল সিস্টেমের (NAMIS) কাজ শুরু করে । এই সিস্টেম তৈরিতে খরচ হয়েছে 524 কোটি টাকা ।

নাগ মিজ়াইল

By

Published : Jul 8, 2019, 2:55 PM IST

দিল্লি, 8 জুলাই : শত্রুপক্ষের কামান নিমেষে গুড়িয়ে দেবে এটি । ভারতীয় সেনার অস্ত্রাগারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এমনই একটি বিধ্বংসী মিজ়াইল ''নাগ'' । ট্যাঙ্কঘাতক এই মিজ়াইল খুব তাড়াতাড়ি ভারতীয় সেনার হাতে তুলে দেবে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO । গতকাল দিন ও রাতে পোখরানের ফায়ারিং রেঞ্জে তিনটি নাগ মিজ়াইল পরীক্ষা হয়। তিনটি মিজ়াইলই সফল ভাবে লক্ষ্যে আঘাত হেনেছে ।

মাঝ রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় এই তিনটি পরীক্ষা সফল হয়েছে বলে DRDO-র তরফে বিবৃতিতে জানানো হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীতে নাগের অন্তর্ভুক্তি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে ।

2018 সালে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল DRDO-র নাগ মিজ়াইলের নকশায় সম্মতি দেয় । তার পরই DRDO নাগ মিজ়াইল সিস্টেমের (NAMIS) কাজ শুরু করে । এই সিস্টেম তৈরিতে খরচ হয়েছে 524 কোটি টাকা ।

নাগ মিজ়াইল সিস্টেমে রয়েছে ট্যাঙ্কঘাতক নাগ মিজ়াইল ও মিজ়াইল বহনকারী গাড়ি ( NAMICA)। নাগ মিজ়াইল তৃতীয় প্রজন্মের ট্যাঙ্কঘাতক মিজ়াইল । দিন ও রাতে সমানভাবে চিহ্নিত প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে সক্ষম এই অত্যধুনিক মিজ়াইল । আরও কিছু পরীক্ষার পর সেনার হাতে তুলে দেওয়া হবে এই মিজ়াইল ।

1980 সালে শুরু হয় ইন্টিগ্রেটেড মিজ়াইল ডেভলপমেন্ট প্রোগ্রাম । এটির অধীনে পরিকল্পিত প্রথম 5টি মিজ়াইলের মধ্যে অন্যতম নাগ । অন্যগুলোর মধ্যে অগ্নি, পৃথ্বী, ও আকাশ ইতিমধ্যেই সফলভাবে সেনার হাতে তুলে দেওয়া হয়েছে । যদিও ত্রিশূল প্রোজেক্ট 2008 সালে বন্ধ করে দেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

...view details