পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লাদাখের পৃথকীকরণে 'ক্ষুব্ধ' চিনকে কড়া বার্তা ভারতের - ravis kumar

জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশের মাধ্যমে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে ৷ এর জেরে সীমান্তে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকছে বলে একটি বিবৃতি প্রকাশ করে চিনের বিদেশমন্ত্রক । চিনের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত ।

লাদাখের পৃথকীকরণে 'ক্ষুব্ধ' চিনকে কড়া বার্তা ভারতের

By

Published : Aug 7, 2019, 8:50 PM IST

Updated : Aug 7, 2019, 9:17 PM IST

দিল্লি, 7 অগাস্ট : লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয় ৷ চিনকে কড়া বার্তা দিয়ে জানিয়ে দিল বিদেশমন্ত্রক ৷

জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশের মাধ্যমে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে ৷ গতকাল ভারতের এই পদক্ষেপকে 'সীমান্তবর্তী সার্বভৌমত্ব' বিরোধী এবং এর জেরে সীমান্তে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকছে বলে একটি বিবৃতি প্রকাশ করে চিনের বিদেশমন্ত্রক । আর আজ জানা যায় কৈলাস-মানস সরোবর যাত্রার জন্য কয়েকজন ভারতীয়র ভিসার আবেদন বাতিল করে দেয় চিন । তবে পরে ভারতে অবস্থিত চিন দূতাবাস থেকে জানানো হয়, আবেদনকারীদের ট্রাভেল ভিসার অনুমোদন দেওয়া হয়েছে ।

ভারতের কাশ্মীর সিদ্ধান্তের ফলে সীমান্তে অশান্তি সৃষ্টি হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে চিন । চিনের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত । বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, "ভারত যেমন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না, সেরকমই আশা করে যে অন্য কোনও দেশও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না ।"

এদিকে চলতি মাসের 11 থেকে 13 তারিখ পর্যন্ত বেজিং সফরে থাকার কথা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের । এই চাপানউতোরের মাঝে সেই সফরের উপর প্রভার পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ।

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ও লাদাখের পৃথকীকরণ নিয়ে পাকিস্তান ও চিন ক্রমাগত বিবৃতি জারি করলেও বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বলে আখ্যা দিয়েছে সৌদি আরব ও শ্রীলঙ্কা । আন্তর্জাতিক স্তরে ভারতকে এই বিষয়ে চাপে ফেলতে পাকিস্তান রাষ্ট্রসংঘে যাওয়ার কথা বলেছে । তাছাড়া ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছেদের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ।

Last Updated : Aug 7, 2019, 9:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details