দিল্লি, 22 জুন : "গরিব কল্যাণ রোজগার অভিযান"-এর আওতায় আসতে যা যা প্রয়োজন তার সবটাই রয়েছে পশ্চিমবঙ্গের । কোনও রাজ্যে 25 হাজার পরিযায়ী শ্রমিক ফিরলেই তাদের এই যোজনার আওতায় আনা হচ্ছে । পশ্চিমবঙ্গে লাখেরও বেশি পরিযায়ী শ্রমিক এই ক'দিনে ফিরেছেন । ফলে এরাজ্যকেও "গরিব কল্যাণ রোজগার" যোজনার আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি ।
চিঠিতে তিনি লেখেন, "একটি বিষয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই । আপনি সম্প্রতি গরিব কল্যাণ রোজগার যোজনা অভিযানের কথা ঘোষণা করেছেন । যাতে ছ'টি রাজ্যের 116টি জেলা স্থান পেয়েছে । এতে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা হবে । এই ছ'টি রাজ্যের তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের ।"
অধীরবাবু চিঠিতে লেখেন, "এক্ষেত্রে যে রাজ্যে কমপক্ষে 25 হাজার পরিযায়ী শ্রমিক ফিরেছে সে রাজ্য জায়গা পেয়েছে । গত কয়েকদিনে বাংলায় লাখ লাখ পরিযায়ী শ্রমিক ফিরেছেন । এখনও পর্যন্ত তারা কর্মহীন । কাজ পাবেন যে এমন আশাও নেই । পরিযায়ী শ্রমিক ফেরার নিরিখে পশ্চিমবঙ্গ অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাজ্য । কিন্তু এরাজ্যেরই নাম নেই এই তালিকায় ।"