পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এই প্রথম দেশে প্রতিষ্ঠানপন্থী হাওয়া বইছে : মোদি

আজ বারাণসীতে মনোনয়নপত্র জমা দেন নরেন্দ্র মোদি । তার আগে জনসভা করেন তিনি ।

নরেন্দ্র মোদি

By

Published : Apr 26, 2019, 10:31 AM IST

Updated : Apr 26, 2019, 12:34 PM IST

বারাণসী, 26 এপ্রিল : বারাণসীতে মোদির গতকালের রোড-শো সুপারহিট । আজ তিনি জেলা কালেক্টরেটের অফিসে মনোনয়নপত্র জমা দিলেন । তার আগে দলীয় কর্মীদের উৎসাহ বাড়াতে সভা করেন কালভৈরব মন্দিরে ।

সভা থেকে মোদি বলেন, "স্বাধীনতার পর দেশের মানুষের মধ্যে প্রথম এই ধরনের উন্মাদনা দেখতে পাচ্ছি । প্রতিষ্ঠানপন্থী হাওয়া বইছে । দেশজুড়ে মানুষ বলছে, "ফের এক বার ?" জনতার চিৎকার, "মোদি সরকার ।"

মোদি আরও বলেন, "পূর্বে সরকার গঠন হত । শেষ পাঁচ বছরে মানুষ দেখেছে, সরকার কাজ করছে । কখনই নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখিনি । আমি সব কার্যকর্তাদের সঙ্গে কথা বলি । প্রধানমন্ত্রী হিসেবে নিজের কর্তব্য পালন করি । সাংসদ হিসেবেও পালন করি ।"

মোদির মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজনাথ সিং, সুষমা স্বরাজ, নীতিন গড়কড়ি, যোগী আদিত্যনাথের মতো নেতারা । এছাড়াও ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসওয়ানরা ।

বারণসীতে নির্বাচন শেষ দফায় অর্থাৎ 19 মে । মোদির বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে অজয় রাইকে । অজয় গতবার তৃতীয় স্থান পেয়েছিলেন । এই আসনে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে নির্বাচনে লড়াই করছেন শালিনী যাদব ।

2014 নির্বাচনে বিশাল ব্যবধানে জিতেছিলেন নরেন্দ্র মোদি । দ্বিতীয় হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল । তিনি পেয়েছিলেন 2 লাখের কাছাকাছি ভোট । তৃতীয় অজয় রাই পেয়েছিলেন 75 হাজার ভোট ।

Last Updated : Apr 26, 2019, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details