পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে কোরোনামুক্ত নাগরিকের সংখ্যা বাড়ছে

দেশে কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরিমাণ 13 শতাংশের বেশি ৷

corona recovery rate in India
কোরোনায় সুস্থ

By

Published : Apr 17, 2020, 11:47 AM IST

Updated : Apr 17, 2020, 12:01 PM IST

দিল্লি, 17 এপ্রিল : দেশে কোরোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠার পরিমাণ বাড়ছে ৷ কেন্দ্রের দেওয়া তথ্যের সমীক্ষায় দেখা গিয়েছে, COVID-19 আক্রান্তদের মধ্যে প্রায় 13 শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন ৷ গতকাল পর্যন্ত 183 জনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৷

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 13 হাজার ছাড়িয়েছে ৷ গত 24 ঘণ্টায় এক হাজার জন COVID-19-এ আক্রান্ত হয়েছেন ৷ 437 জন মারা গিয়েছেন ৷ এরমধ্যে সুস্থও হয়ে উঠেছেন অনেকে ৷ স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরিমাণ 13 শতাংশের বেশি ৷

কোরোনার সামগ্রিক পরিস্থিতি নিয়ে কয়েকটি বিষয়-

  • বিশেষজ্ঞদের মতে মে মাসের প্রথমে ভারতে কোরোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে ৷
  • এপ্রিলের চতুর্থ সপ্তাহ সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷
  • কোরোনায় প্রভাবিত হওয়ার সম্ভাবনা কম, এমন ক্ষেত্র (যেমন- ব্যাঙ্ক) চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷
  • লকডাউন চলাকালীন হটস্পটের অন্তর্গত নয় এমন জায়গাগুলিতে শিল্প ও নির্মাণের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে ৷
  • বিহার, রাজস্থান ও পঞ্জাবের মতো রাজ্যে আগেই লকডাউন চালু হওয়ায় কোরোনার সংক্রমণের পরিমাণ অনেকটা কমানো গিয়েছে ৷
  • রাজস্থানে এক হাজার 131 জন আক্রান্তের মধ্যে 164 জন সুস্থ হয়ে উঠেছেন ৷
  • বিহারে স্বাস্থ্য আধিকারিকদের উপর হামলার অভিযোগ উঠেছে ৷
  • উত্তরপ্রদেশে কোরোনা আক্রান্তের মৃত্যুর পর তাঁর সংস্পর্শে আসা মানুষজনকে কোয়ারান্টিনে পাঠাতে গেলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হয় ৷
Last Updated : Apr 17, 2020, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details