দিল্লি , 22 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বলেছেন, শিক্ষা ধীরে ধীরে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার নতুন মাধ্যম হয়ে উঠছে ৷ এবং IIT গুয়াহাটি এর মূল কেন্দ্র হতে পারে ৷ আজ IIT গুয়াহাটি-র সমাবর্তন অনুষ্ঠানে একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালও অংশ নিয়েছিলেন ৷
তিনি আরও বলেন , "গুয়াহাটি উত্তর-পূর্বের একটি গুরুত্বপূর্ণ অংশ ৷ এই অঞ্চলটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের প্রবেশদ্বারও। এই দেশগুলির সঙ্গে সম্পর্কের মূল ভিত্তি হল সংস্কৃতি , বাণিজ্য , সংযোগ এবং ক্ষমতা । শিক্ষা ধীরে ধীরে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কে মজবুত করার একটি নতুন মাধ্যম হয়ে উঠছে । IIT গুয়াহাটি একই কারণে এর মূল কেন্দ্র হতে পারে ৷ "