পাটনা, 30 অক্টোবর : ক্ষমতায় এলে প্রাক্তন দুই মুখ্য়মন্ত্রীর ছেলেকে ক্লাস টেনের পরীক্ষায় পাশ করতে সাহায্য় করবে BJP ৷ এভাবেই RJD-র মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবকে কটাক্ষ করলেন বিহারের BJP সভাপতি সঞ্জয় জয়সওয়াল ৷ নীতীশ কুমারের 15 বছরের শাসনকালে বিহারের শিক্ষা, স্বাস্থ্য় ও শিল্পক্ষেত্রে কোনও উন্নতি হয়নি বলে অভিযোগ করেছিলেন তেজস্বী ৷ তারই জবাবে আজ এই ভাষায় তেজস্বী যাদবকে আক্রমণ করলেন তিনি ৷
ক্ষমতায় এলে ক্লাস 10-র পরীক্ষায় পাশ করতে সাহায্য করব, তেজস্বীকে কটাক্ষ BJP নেতার - মুখ্য়মন্ত্রী
নীতীশ কুমারের 15 বছরের শাসনকালে বিহারে শিক্ষা, স্বাস্থ্য় ও শিল্পক্ষেত্রে কোনও উন্নতি হয়নি বলে অভিযোগ করেছিলেন তেজস্বী ৷ তারই জবাবে আজ তাঁকে আক্রমণ করেন বিহারের BJP সভাপতি ৷
নির্বাচনী জনসভায় তেজস্বী যাদব বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করে বলেছিলেন, নীতীশ কুমার কখনই স্বাস্থ্য়, শিক্ষা, উপার্জন ও সেচ ব্য়বস্থার উন্নতিতে নজর দেননি ৷ তিনি কোনও অভিযোগই শুনতে চাননি ৷ যার ফলে বিহারের অধিকাংশ যুবক বাইরের রাজ্য়ে কাজের জন্য় যাচ্ছে ৷ তবে RJD-র সরকার ক্ষমতায় এলে তারা শিক্ষা, স্বাস্থ্য় এবং সেচ ব্য়বস্থায় জোর দেবেন বলে আশ্বাস দেন তেজস্বী ৷ তারই জবাবে আজ কটাক্ষের সুরে বিহারের BJP সভাপতি বলেন, রাজ্যের প্রাক্তন দুই মুখ্য়মন্ত্রীর(লালু প্রসাদ ও রাবড়ি দেবী) ছেলেকে ক্লাস টেনের পরীক্ষায় পাশ করতে সাহায্য করবে তাঁদের সরকার ৷
তিনি বলেন, শেষ 15 বছরে বিহারের শিক্ষা ব্য়বস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে ৷ তাঁর কথায়, পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার সাইকেল, বই ও স্কুল ইউনিফর্ম বিতরণ করেছেন ৷ কিন্তু, বিহারের প্রাক্তন দুই মুখ্য়মন্ত্রী তাঁদের দুই ছেলের কাউকেই ক্লাস টেনের পরীক্ষায় পাশ করার জন্য় উদ্বুদ্ধ করতে পারেননি ৷ তবে, NDA ক্ষমতায় এলে তাঁরা নিশ্চিত করবেন যাতে তাঁদের দুই ছেলেই ক্লাস টেনের পরীক্ষায় পাশ করতে পারেন ৷