পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আইনজীবী হিসেবে আমি তৃপ্ত, কুলভূষণ রায়ের পর বললেন হরিশ সালভে

কুলভূষণ যাদব নিয়ে রায় দিয়েছে আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) । এরপর ভারতের কৌঁসুলি হরিশ সালভে বলেন, "রায়ের ফলে আমি কিছুটা স্বস্তি বোধ করছি ।"

কুলভূষণ

By

Published : Jul 18, 2019, 8:53 AM IST

দা হেগ, 18 জুলাই : সুতোর উপর ঝুলছিল প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের ভাগ্য । অবশেষে গতকাল পাকিস্তানকে মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) । ওয়াকিবহল মহলের বক্তব্য, কূটনীতিবিদদের পাশাপাশি ভারতের সাফল্যের সেই কৃতিত্বের অংশীদারী ভারতের কৌঁসুলি হরিশ সালভেও । এই রায়ে তৃপ্ত তিনি । বলেন, "আইনজীবী হিসেবে আমি তৃপ্ত । রায়ের ফলে আমি কিছুটা স্বস্তি বোধ করছি । আদালত জানিয়েছে, ফাঁসির কোনও প্রশ্নই নেই । তাই আমি অত্যন্ত খুশি । "

পাকিস্তানের দাবি, গুপ্তচরবৃত্তির অভিযোগে 2016 সালে বালুচিস্তান থেকে গ্রেপ্তার করা হয় 49 বছর বয়সি কুলভূষণকে । যদিও পাকিস্তানের সেই দাবি উড়িয়ে দিয়ে ভারত জানায়, ইরানে কুলভূষণের ব্যবসা রয়েছে । সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়েছে । সেবছরই কুলভূষণের সঙ্গে ভারতীয় হাইকমিশনের অফিসারদের দেখা করার অনুমতি চায় দিল্লি । কিন্তু, সেই আর্জি খারিজ করে দেয় পাকিস্তান । 2017 সালের এপ্রিলে কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত । মে'তে পাকিস্তানের সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে ICJ-তে যায় ভারত । তখন থেকেই কুলভূষণের হয়ে সওয়াল করছিলেন হরিশ সালভে । সেজন্য মাত্র 1 টাকা নেন ।

ভারতের বক্তব্য, কূটনৈতিক রক্ষাকবচ না দিয়ে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে পাকিস্তান । গতকাল ভারতের সেই দাবিকে মান্যতা দেয় ICJ । পাকিস্তানকে মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে । পাশাপাশি, ভারতীয় কূটনীতিকদের কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়ারও নির্দেশ দিয়েছে । তবে, পাকিস্তানের সামরিক না কি অসামরিক আদালতে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করা হবে তা নিয়ে কিছু বলেননি হরিশ সালভে । তিনি জানান, রায়ের কালি এখনও শুকোয়নি । আমার মতে, এরপর কী হবে সেটা ভারতের পক্ষে জানা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ।

পাশাপাশি, কুলভূষণের বিষয়ে ভারতকে নিয়মিত তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে ICJ । এনিয়ে হরিশ সালভের বক্তব্য, "কোনও বিলম্ব ছাড়াই (তথ্য প্রদানের) বিষয়টি পরিষ্কার করে দিয়েছে আদালত । বলা হয়েছে, অকারণে পাকিস্তান তিন সপ্তাহ দেরি করেছে । যা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন । বার্তাটি খুব পরিষ্কার । "

ABOUT THE AUTHOR

...view details