পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"ইসলামিক জঙ্গি কার্যকলাপের স্বর্গরাজ্য হায়দরাবাদ" - TRS

"ইসলামিক জঙ্গি কার্যকলাপের স্বর্গরাজ্য হয়ে উঠেছে হায়দরাবাদ । TRS সরকারের সঙ্গে আসাদউদ্দিন ওয়াইসির (AIMIM) জোট রয়েছে । তাই পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না ।" মন্তব্য BJP নেতা বান্দারু দত্তাত্রেয়র ।

বান্দারু দত্তাত্রেয়

By

Published : Apr 22, 2019, 10:11 AM IST

হায়দরাবাদ, 22 এপ্রিল : "হায়দরাবাদ ইসলামিক জঙ্গি কার্যকলাপের স্বর্গরাজ্য । এখানে পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না । কারণ কে চন্দ্রশেখর রাও-এর TRS সরকারের সঙ্গে আসাদউদ্দিন ওয়াইসির (AIMIM) জোট রয়েছে ।" এই মন্তব্য করলেন BJP নেতা বান্দারু দত্তাত্রেয় ।

সেকেন্দরাবাদের প্রাক্তন BJP সাংসদ বলেন, "NIA-র সাম্প্রতিক তদন্তে জানা গেছে, ইসলামিক জঙ্গি কার্যকলাপের জন্য হায়দরাবাদ নিরাপদ স্বর্গরাজ্য হয়ে উঠেছে । একটা বড় অংশের জঙ্গিদের হায়দরাবাদে পাঠানো হয়েছে ।"

তিনি আরও বলেন, "TRS সরকারের সঙ্গে AIMIM জোটবদ্ধ হয়েছে, তাই পুলিশ এবিষয়ে সবসময় উপযুক্ত পদক্ষেপ নিতে পারে না । আমি দাবি করছি, সরকার DG বা IG অফিসারদের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে এর তদন্ত করুক ।"

11 এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তেলাঙ্গানায়। 17 টি আসনে জোটবদ্ধ হয়ে লড়াই করেছে TRS ও AIMIM।

ABOUT THE AUTHOR

...view details