মুম্বই, 27 মে : বাড়ি ফেরার জন্য ট্রেন ধরতে ফের মুম্বই স্টেশনে ভিড় শ্রমিকদের । গতকাল সন্ধে পর্যন্ত শ্রমিকরা স্টেশনেই ভিড় করে দাঁড়িয়েছিলেন । যদিও তাঁদের বেশিরভাগেরই নাম যাত্রীর তালিকায় নথিভুক্ত না থাকায় স্পেশাল ট্রেন ধরতে পারেননি । অনেকের মতে, মুম্বই স্টেশনে শ্রমিকদের ভিড় করা এখন প্রতিদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে ।
গত সপ্তাহে মঙ্গলবারও বিহার ফিরে যাওয়ার জন্য মুম্বইয়ের বান্দ্রা টার্মিনাসের বাইরে ভিড় করতে দেখা গিয়েছিল শ্রমিকদের । সেখানেই বহুক্ষণ অপেক্ষা করেন তাঁরা । পরে পুলিশ এসে যাঁদের নাম নথিভুক্ত রয়েছে তাঁদের ট্রেনে তুলে দেয় । আর বাকিদের ফেরত পাঠায় ।
এই স্পেশাল ট্রেনে নাম নথিভুক্তর দায়িত্ব মুম্বই পুলিশের উপর রয়েছে । কিন্তু তারপরেও স্টেশনে মানুষের এই জমায়েতের জন্য কেন্দ্রকেই দায়ি করছে রাজ্য সরকার । মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও দাবি করেন, মুম্বইয়ে আটকে থাকা শ্রমিকদের জন্য অর্ধেক সংখ্যক ট্রেন দিচ্ছে কেন্দ্র ।
উদ্ধবের এই দাবিকে কেন্দ্র করেই গতকাল মহরাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন । বলেন, "শেষ দু'দিন ধরে রেলমন্ত্রী পীযূষ গোয়েল রাজনীতি করছেন । তিনি লোকমান্য তিলক স্টেশন থেকে শ্রমিকদের জন্য 49 টি ট্রেন বরাদ্দ করেছেন । কিন্তু ডিভিশন রেলওয়ে ম্যানেজার বলছেন তাঁরা 16 টার বেশি ট্রেন চালাতে পারবে না । অথচ ততক্ষণে 49 টি ট্রেনের জন্য স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছেন । আমার মনে হয়, উনি ইচ্ছে করে রাজনীতি করছেন ।"
সোমবার বেশ কয়েকটি টুইটের মাধ্যমে পীযূষ গোয়েল উদ্ধব ঠাকরের অভিযোগের পালটা দেন । জানান, যদি এক ঘণ্টার মধ্যে শ্রী ঠাকরের কাছ থেকে ট্রেন, যাত্রী ও গন্তব্যের তালিকা পাওয়া যায় তাহলে তাঁর মন্ত্রক সারারাত কাজ করে সমস্যার সমাধান করবেন । গতকাল রেলমন্ত্রী ফের মহারাষ্ট্র সরকারকে আক্রমণ করেন । জানান, 145 টি ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছিল । কিন্তু যাত্রীর অভাবে দুপুর 3 টে পর্যন্ত মাত্র 13 টি ট্রেন চালাতে পারে রেল ।
গত দু'সপ্তাহ ধরে মুম্বইয়ে আটকে ভিনরাজ্যের শ্রমিকরা বাড়ি ফিরতে উদগ্রীব হয়ে উঠেছেন । হাজার হাজার শ্রমিক স্পেশাল ট্রেনে নিজেদের নাম নথিভুক্ত করেছেন । কেউ আবার বাস, লরি বা হেঁটেই বাড়ির পথে রওনা দিয়েছেন ।