পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top
top

By

Published : Aug 15, 2020, 9:26 PM IST

Updated : Aug 15, 2020, 9:58 PM IST

1. আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ধোনির

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৷ আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ৷ এবার ওয়ানডে ও টি-20-কেও বিদায় জানালেন মাহি ৷

2.ধোনির পথে রায়নাও, বিদায় আন্তর্জাতিক ক্রিকেটকে

ধোনির পর এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আর এক ভারতীয় তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না ৷ ধোনি অবসর নেওয়ার পর ইনস্টাগ্রামে রায়না তাঁর অবসর ঘোষণা করেন ৷ ইনস্টাগ্রামে ধোনিকে উদ্দেশ্য করে লেখেন, ‘‘আমিও তোমার পথে হাঁটা দিলাম ৷’’

3.খানাকুলে কাল 12 ঘণ্টা বনধের ডাক BJP-র

দলীয় কর্মী খুনের প্রতিবাদে আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক অবরোধ করে BJP । দলের দুই সাংসদ জানান, আগামীকাল খানাকুলে 12 ঘণ্টার বনধ ডাকা হয়েছে ।

4.মা তোমার প্রদ্যোৎ কি কখনও মরতে পারে ?

তারুণ্যের তেজ আর দেশপ্রেমের আগুনে সে সব অত্যাচারী শাসককে ঝলসে দিতে কোমর বাঁধছিলেন একের পর এক স্বাধীনতা সংগ্রামী। প্রদ্যোৎকুমার ভট্টাচার্য তাঁদেরই একজন।

5.চোর সন্দেহে কিশোরকে খুঁটিতে বেঁধে পেটাল স্থানীয় তৃণমূল নেতা

অমানবিক ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুরের করণদিঘি । চোর সন্দেহে নাবালককে খুঁটিতে বেঁধে ব্যাপক মারধর করল স্থানীয় তৃণমূল নেতা ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত ৷

6.পতাকা উত্তোলন ঘিরে খানাকুলে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ, মৃত BJP কর্মী

স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে রণক্ষেত্র খানাকুলের নতিবপুর এলাকা । তৃণমূল ও BJP-র সংঘর্ষে গেরুয়া শিবিরের এক কর্মীর মৃত্যু হয় । জখম কয়েকজন ।

7.আবারও স্বাধীনতার লড়াই লড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে , রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের

হুগলির নতিবপুরে BJP কর্মী মৃত্যুর ঘটনা নিয়ে সরকারকে আক্রমণ করলেন BJP -র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "আমাদের কর্মী যাঁরা স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করতে গেছিলেন তাঁদের মধ্যে একজনকে তৃণমূলের গুণ্ডারা খুন করেছে ৷ এটা খুবই দুর্ভাগ্যজনক ৷ আজকে স্বাধীনতা দিবসের দিনও রাজনৈতিক হিংসা বন্ধ হচ্ছে না এখানে ৷ তাই আরও একবার স্বাধীনতার লড়াই লড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ৷"

8.ভারত কী পারে তার প্রমাণ লাদাখ, লালকেল্লা থেকে মোদি

কাশ্মীর থেকে লাদাখ মোদির ভাষণে উঠে এল দুটো প্রসঙ্গই ৷ জঙ্গি অনুপ্রবেশ যে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না তা আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী ৷

9.Covid-19-র সময় ত্রাতা MGNREGA ও কৃষি

আজ, ভারতের জন্য একটা অস্বাভাবিক স্বাধীনতা দিবস ৷ কোরোনা ভাইরাস এখনও দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে ৷ একই ভাবে বাকি বিশ্বেও এই প্যানডেমিক জীবন ও জীবনযাত্রার উপর ক্ষতিকারক প্রভাব ফেলছে ৷ দুইটি কারণে অর্থনৈতিক আঘাত ভারতে অনেকটাই বেশি ৷

10.বিডেন-হ্যারিস জিতলে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরতে পারে অ্যামেরিকা, বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞরা বলছেন, যদি এবছরের অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জো বিডেন-কমলা হ্যারিস জুটি জয়লাভ করে, তাহলে 2015 সালের প্যারিস জলবায়ু চুক্তিতে পুনঃপ্রবেশ করতে পারে অ্যামেরিকা ৷ যা থেকে সরে এসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

Last Updated : Aug 15, 2020, 9:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details