পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দারিদ্র্য দূরীকরণ, নতুন কৌশল উদ্ভাবনে অভিজিৎ সতিয্ই ছকভাঙা : মনমোহন - বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

চিঠি লিখে নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জি ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ বলেন, দারিদ্র্য দূরীকরণ ও নতুন কৌশল উদ্ভাবনে তোমার কাজ সতিয্ই ছকভাঙা ৷

ছবি

By

Published : Oct 15, 2019, 5:41 PM IST

Updated : Oct 16, 2019, 12:37 AM IST


দিল্লি, 15 অক্টোবর : নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জি ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ দেশের একজন শীর্ষস্তরের অর্থনীতিবিদ চিঠি লিখে অভিনন্দন জানালেন অর্থনীতির আর এক ব্যক্তিত্বকে ৷ বললেন, দারিদ্র্য দূরীকরণ ও নতুন কৌশল উদ্ভাবনে তাঁর কাজ সতিয্ই ছকভাঙা ৷

মনমোহন সিং বলেন, "উন্নয়নমূলক অর্থনীতিতে অভিজিৎ ব্যানার্জির নিত্যনতুন উদ্ভাবন ভারতের মতো উন্নয়নশীল দেশে প্রয়োগযোগ্য ৷ কোনও নীতি নির্ধারণের ক্ষেত্রে খুবই কার্যকরী ৷"

চিঠিতে তিনি লেখেন, "অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত দ্বিতীয় ভারতীয় আপনি৷ জানার পর এক অভূতপূর্ব আনন্দ হচ্ছে ৷ গর্ববোধ করছি ৷ আপনি এবং আপনার সহ প্রাপকদের আমার আন্তরিক অভিনন্দন ৷ দারিদ্র্য দূরীকরণ ও নতুন কৌশল উদ্ভাবনে আপনার কাজ একেবারে অন্যরকম ৷ আপনার দেওয়া র‌্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালের মতো তত্ত্ব সম্পূর্ণ ছকভাঙা ৷ বিশেষ করে অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমি খুব খুশি ৷ নোবেল কমিটি উন্নয়নমূলক অর্থনীতির এই নতুন ভাবনাগুলিকে নির্বাচন করেছে এবং সম্মান জানিয়েছে৷ "

অর্মত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পেয়েছেন অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ৷ বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত কাজের জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হল ৷ অভিজিতের সঙ্গে তাঁর স্ত্রী সহযোগী এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমারও এই পুরস্কার পেয়েছেন ৷

Last Updated : Oct 16, 2019, 12:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details