মুম্বই, 1 জুলাই : মহারাষ্ট্রের লোনাভালার কাছে লাইনচ্যুত হল মালগাড়ি । দুর্ঘটনার জেরে মুম্বই-পুনে শাখায় 10টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক । এছাড়া যাত্রাপথ বদল করা হয়েছে বেশ কিছু দূরপাল্লা ট্রেনের ।
মহারাষ্ট্রে মালগাড়ি লাইনচ্যুত, ভারী বৃষ্টিতে বাতিল একাধিক ট্রেন
মহারাষ্ট্রের লোনাভালার কাছে লাইনচ্যুত হল মালগাড়ি । পাশাপাশি গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে লাইন জলমগ্ন হওয়ায় মুম্বই ডিভিশনের সব শাখায় ট্রেন চলাচল ব্যাহত ।
এদিকে, গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে লাইন জলমগ্ন হওয়ায় মুম্বই থেকে আহমেদাবাদগামী শতাব্দী এক্সপ্রেস বাতিল করা হয়েছে । পশ্চিম রেল সূত্রে খবর, গতকাল রাতভর 361 মিলিমিটার বৃষ্টি হয়েছে । যার মধ্যে 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে সোমবার ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে । মুম্বইয়ের মাতুঙ্গা ও সিয়ন রেলস্টেশনের মাঝে রেললাইন জলমগ্ন ।
জল জমে থাকায় মুম্বই ডিভিশনের সব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে । পরিস্থিতির উপর নজর রাখছেন পশ্চিম রেলের সিনিয়র আধিকারিকরা । পরিস্থিতি স্বাভাবিক করতে রেলের তরফে কাজ শুরু হয়েছে । এদিকে মেরামতির কাজ চলাকালীন লাইনের উপর বাঁশের কাঠামো পড়ায় মুম্বইয়ের চার্চগেট ও মেরিন লাইনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে ।