দিল্লি, 26 অক্টোবর : হরিয়ানায় সরকার গড়ছে BJP তবে একলা নয় ৷ জননায়ক জনতা পার্টির অংশীদার হয়েই হরিয়ানায় ক্ষমতা দখল করতে চলেছে BJP ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর গতকাল এই কথা ঘোষণা করেন ৷ আজ চণ্ডীগড়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন তাঁরা । কংগ্রেসের আশায় জল ঢেলে কার্যত ক্ষমতা দখলে রাখল BJP ৷ কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মনোহরলাল খট্টর ৷ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর মসনদে বসতে চলেছেন তিনি ৷ উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন দুষ্যন্ত ৷
এদিকে হরিয়ানায় ক্ষমতা দখল প্রসঙ্গে অমিত শাহ বলেন, ''মুখ্যমন্ত্রী হবেন BJP-র সদস্য এবং উপ-মুখ্যমন্ত্রী হবেন JJP থেকে ৷ '' মনোহর লাল খট্টর এবং দুষ্যন্ত চৌতালার উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন অমিত শাহ ।
এদিকে, BJP-র এই ঘোষণার পরই কংগ্রেসের ক্ষেত্রে আরও বেশি করে হতাশা গ্রাস করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ হরিয়ানায় নেতা বদলের কথা বলেছিলেন ভূপিন্দর সিং হুডা ৷ এদিকে রাহুল গান্ধি ঘনিষ্ঠ রাজ্য সভাপতি অশোক তনওয়ারও নিজেকে অপরিহার্যই মনে করেছিলেন ৷ অন্যদিকে রাহুলের হাত থেকে সভাপতি পদের ব্যাটনটা সোনিয়া গান্ধির হাতে চলে যাওয়ার দলের প্রবীণদের সঙ্গে তরুণ প্রজন্মের ব্যক্তিত্বের সংঘাতের জায়গাটা আরও স্পষ্ট হয়ে ওঠে ৷ এর প্রভাব পড়েছে 8টি আসনে ৷ প্রদেশ কংগ্রেসের নতুন প্রধান কুমারী শৈলজা । কিন্তু সেইভাবে প্রভাব ফেলতেও পারেননি তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের সময় হরিয়ানায় সাতটি সভা করেছেন, রাহুল গান্ধি করেছিলেন মাত্র দুটি । এ ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই হরিয়ানায় সরকার গঠনের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেওয়ায় কংগ্রেসের ক্ষেত্রে আরও জটিল হয়ে পড়ে ৷
এদিকে, কয়েক জন নির্দল বিধায়ককে বিশেষ বিমানে দিল্লি নিয়ে আসা হয়েছিল । যাঁদের মধ্যে ছিলেন বিতর্কিত গোপাল গয়াল কান্ডা । কিন্তু কান্ডা নিজেকে কিংমেকার মনে করলেও শেষপর্যন্ত তিনি আর প্রাসঙ্গিক থাকলেন না ৷ মনে করা হচ্ছে, BJP কান্ডার বিরুদ্ধে মামলার কারণেই চৌতালাকে বেছে নিয়েছে ৷
এই প্রসঙ্গে দুষ্যন্ত বলেন, ''হরিয়ানার জন্যই এই জোট সরকার প্রয়োজন ৷ আমি শাহজি ও নাড্ডাজিকে ধন্যবাদ জানাতে চাই ৷ '' যদিও দিনের শুরুতে চৌতালা বলেছিলেন, BJP বা কংগ্রেস কোন দলই 'অস্পৃশ্য' নয়৷ সবমিলে হরিয়ানার ক্ষমতা ধরে রাখল BJP ৷