চন্ডীগড়, 1 অক্টোবর : চন্ডীগড়ে প্রবেশের চেষ্টা করায় গ্রেপ্তার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল । আজ রাত 9.57 মিনিটে নিজের গ্রেপ্তারির বিষয়ে টুইট করেন অকালি দলের নেত্রী । টুইটারে তিনি লিখেছেন, "কৃষকদের জন্য কথা বলতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে । কিন্তু এভাবে আমাদের চুপ করিয়ে রাখা যাবে না । "
নিজের টুইটার হ্যান্ডেলে দু'টি ছবিও শেয়ার করেন তিনি । যেখানে দেখা যাচ্ছে হরসিমরত কউর-সহ অন্যান্য অকালি দলের কর্মী ও সমর্থকেরা মুখে মাস্ক পরে প্রতিবাদ মিছিল করছিলেন । সেই মিছিলে বাধা দেয় পুলিশ ।
প্রসঙ্গত, কৃষি আইনের প্রতিবাদে আজ সকাল থেকে তিনটি পৃথক "কিষাণ মার্চ"-এর শুরু করেছিল অকালি দল । অমৃতসর থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন শিরোমণি অকালি দলের সুপ্রিমো সুখবীর সিং বাদল । ভাতিন্ডা থেকে মিছিলের নেতৃত্ব দেন সদ্য কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা হরসিমরত কউর বাদল । তৃতীয় মিছিলটি শুরু হয়েছিল আনন্দপুর সাহিব থেকে, যার নেতৃত্বে ছিলেন অকালি দলের নেতা প্রেম সিং চান্দুমাজরা ও দলজিৎ সিং ।