পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতমাতার জয় ও অস্বচ্ছতা একসঙ্গে চলতে পারে না : মোদি - india

জনগণকে জাতীয়তাবাদের পাঠ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বললেন, এই দেশ ও দেশের সম্পত্তি সবার । তাই তা সংরক্ষণ করার দায়িত্বও আমাদের ।

ফাইল ফোটো

By

Published : May 28, 2019, 9:37 PM IST

বারাণসী, 28 মে : জাতীয়তাবাদের পাঠ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বললেন, "একই সঙ্গে ভারত মাতা কী জয় বলবেন । আবার থুতু ফেলে ভারতের মাটি নোংরা করবেন । এটা মেনে নেওয়া যায় না ।"

গতকাল বারাণসীতে একটি সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে তিনি বলেন, "আমরা একদিকে বলি ভারত মাতা কী জয় । আবার পান খেয়ে থুতু ফেলি । এটা কী ধরনের জাতীয়তাবাদ ।"

পাশাপাশি প্রধানমন্ত্রী জানান, সরকারের সম্পত্তি সবার । তাই জনগণকে সেই সম্পত্তি সংরক্ষণ করতে হবে । তিনি বলেন, "আমরা পুরোনো স্কুটারকেও পরিষ্কার করি । অথচ সরকারি বাসে উঠলে তার সিটগুলোকে নষ্ট করে দিই । একবারও কুন্ঠাবোধ করি না । আসল কথা হল এই দেশ ও দেশের সম্পত্তি আমাদের । "

2014 সালে ক্ষমতায় আসার পর থেকে BJP- র গুরুত্বপূর্ণ প্রচারগুলির মধ্যে একটি ছিল পরিচ্ছন্নতা । সেইমতো ক্ষমতায় আসার পর মোদি স্বাধীনতা দিবসে স্বচ্ছ ভারত প্রকল্পটির ঘোষণা করেন । এছাড়াও স্বচ্ছ উচ্চ সেবা আন্দোলন চালু করেন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details