ওয়াশিংটন, 14 মার্চ : ভারতে খুব ভালো সময় কাটিয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷
ভারতে দুর্দান্ত সময় কাটিয়েছি, মোদির সঙ্গ ভালো লাগে : ট্রাম্প - corona
কোরোনা সংক্রমণ নিয়ে সাংবাদিক বৈঠক করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, " আমরা ভারতে খুব ভালো কাটিয়েছি ৷ ভারতে কাটানো দু'দিন ছিল দুর্দান্ত । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার ভালো বন্ধু । তিনি মানুষের বন্ধু । "
কোরোনা সংক্রমণ নিয়ে সাংবাদিক বৈঠক করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, " আমরা ভারতে খুব ভালো সময় কাটিয়েছি ৷ ভারতে কাটানো দু'দিন ছিল দুর্দান্ত । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার ভালো বন্ধু । তিনি মানুষের বন্ধু । আমি তাঁর সঙ্গ পছন্দ করি । আমরা শুধুমাত্র সীমান্ত নিয়ে নয়, সবকিছু নিয়েই আলোচনা করেছি ৷ "
স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং জামাই জারেদ কুশনারের সাথে চলতি বছরের 24 ফেব্রুয়ারি ভারতে দু'দিনের সফরে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ ভারতে তিনি আহমেদাবাদের নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে যোগ দেন ৷ তারপর রোড শো করেন ৷ এরপর তাজমহল ঘুরে দেখেন ৷ ভারত সফরকালে ট্রাম্প ও মোদি বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেন ৷