পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সমঝোতা এক্সপ্রেস বন্ধ থাকায় পাকিস্তানে আটকে 80 ভারতীয় - pakistan

: ভারত-পাকিস্তানের মধ্যে ট্রেন চলাচল স্থগিতের কারণে পাকিস্তানে আটকে প্রায় 80 জন ভারতীয় । তাদের বাড়ি গুজরাতের গোধরায় । আটক ভারতীয়দের দেশে ফেরাতে তাদের পরিবারের লোকজন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে ।

ফাইল ফোটো

By

Published : Aug 25, 2019, 9:59 PM IST

গোধরা (গুজরাত), 25 অগাস্ট : ভারত-পাকিস্তানের মধ্যে ট্রেন চলাচল স্থগিতের কারণে পাকিস্তানে আটকে প্রায় 80 জন ভারতীয় । তাদের বাড়ি গুজরাতের গোধরায় । আটক ভারতীয়দের দেশে ফেরাতে তাদের পরিবারের লোকজন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে ।

সিমলা চুক্তির পর 1976 সালে ভারত-পাকিস্তানের মধ্যে সমঝোতা এক্সপ্রেস চালু হয় । দিল্লি থেকে আটারি সীমান্ত হয়ে পাকিস্তানের লাহোর পর্যন্ত যেত সমঝোতা এক্সপ্রেস । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করার পর ভারত ও পাকিস্তান এই ট্রেন চলাচল স্থগিত করে ।

গুজরাতের সমাজকর্মী হাজি ফিরদৌস বলেন, "গোধরার বাসিন্দা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 80 জন আত্মীয়দের সঙ্গে দেখা করতে পাকিস্তান গেছিলেন । ট্রেন পরিষেবা স্থগিতের পর তাঁরা আটকে আছে । আমি কেন্দ্রীয় সরকারকে তাঁদের পাকিস্তান থেকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছি ।"

জমিয়ত উলেমা-ই-হিন্দের গুজরাত ইউনিটের সহ-সভাপতি মহম্মদ ইদ্রিশ ঘেশ বলেন, "সমস্ত প্রক্রিয়া মেনেই ওনারা পাকিস্তানে যান । আমরা ভারত সরকারকে তাঁদের ফিরিয়ে আনার আবেদন জানাচ্ছি ।"

পাকিস্তানে গিয়ে আটকে পড়েছেন গোধরার বাসিন্দা মহম্মদ ইউসুফের ভাই মহমম্দ আকরাম । তিনি বলেন, "আমার ভাই আত্মীয়দের সঙ্গে দেখা করতে পাকিস্তান গেছিল । ভারত-পাকিস্তানের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় ও সেখানে আটকে পড়েছে । আমরা ভারত সরকারকে অনুরোধ করছি যাতে সবাইকে ফিরিয়ে আনা হয় ।"

গোধরার তেহসিলদার এইচ এ পাঞ্জাবি বলেন, "বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । আমরা সমস্ত তথ্য নিয়ে কালেক্টরকে দেব । তারপর সরকারের অনুরোধ পাঠানো হবে ।"

ABOUT THE AUTHOR

...view details