পুনে, 12 অক্টোবর : শুক্রবার পুনেতে ব্যবসায়ী, কর বিশেষজ্ঞ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ GST সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ সেখানে অনেকে অর্থমন্ত্রীর কাছে GST-র বিভিন্ন ত্রুটির কথা তুলে ধরেন ৷ অর্থমন্ত্রী বলেন, ''হ্যাঁ, এটা ঘটনা যে, চালু হওয়ার পর দু বছর কেটে গেলেও GST-র কাঠামোয় এখনও কিছু ত্রুটি রয়েছে ৷ কিন্তু ত্রুটি থাকা সত্ত্বেও GST এখন আইন ৷ তাই এটা নিয়ে অহেতুক আলোচনা নিষ্প্রয়োজন ৷''
সভায় GST-র কাঠামোয় বেশ কিছু সংশোধনের প্রস্তাব দেওয়া হয় ৷ পাশাপাশি অনেকে GST-র সমালোচনায় মুখর হন ৷ একজন কর বিশেষজ্ঞ বলেন ," শিল্পপতি, তাঁদের আর্থিক পরামর্শদাতা থেকে শুরু করে ট্যাক্স অডিটররা GST-র জন্য সরকারকে অভিশাপ দিচ্ছে৷"