পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সমালোচনা না করে GST-কে আপন করে নিন, শিল্পপতিদের বললেন নির্মলা সীতারমন

GST -র সমালোচনার বিরোধিতা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ গতকাল পুনেতে তিনি এক আলোচনা সভায় যোগ দেন ৷ সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে GST নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়৷

নির্মলা

By

Published : Oct 12, 2019, 1:05 PM IST

Updated : Oct 12, 2019, 1:21 PM IST

পুনে, 12 অক্টোবর : শুক্রবার পুনেতে ব্যবসায়ী, কর বিশেষজ্ঞ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ GST সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ সেখানে অনেকে অর্থমন্ত্রীর কাছে GST-র বিভিন্ন ত্রুটির কথা তুলে ধরেন ৷ অর্থমন্ত্রী বলেন, ''হ্যাঁ, এটা ঘটনা যে, চালু হওয়ার পর দু বছর কেটে গেলেও GST-র কাঠামোয় এখনও কিছু ত্রুটি রয়েছে ৷ কিন্তু ত্রুটি থাকা সত্ত্বেও GST এখন আইন ৷ তাই এটা নিয়ে অহেতুক আলোচনা নিষ্প্রয়োজন ৷''

সভায় GST-র কাঠামোয় বেশ কিছু সংশোধনের প্রস্তাব দেওয়া হয় ৷ পাশাপাশি অনেকে GST-র সমালোচনায় মুখর হন ৷ একজন কর বিশেষজ্ঞ বলেন ," শিল্পপতি, তাঁদের আর্থিক পরামর্শদাতা থেকে শুরু করে ট্যাক্স অডিটররা GST-র জন্য সরকারকে অভিশাপ দিচ্ছে৷"

অর্থমন্ত্রী তখন তাঁকে থামিয়ে বলেন , " আপনার বক্তব্যের আমি তীব্র বিরোধ করছি৷ অনেকদিন পর সংসদে বিভিন্ন দল ও দেশের সব রাজ্য সরকার একসঙ্গে এই কাজটা (GST চালু) করেছে৷ সবাই একসঙ্গে এই কর কাঠামো তৈরি করেছে ৷ এখন হঠাৎ করে আপনি এই কর কাঠামোকে জঘন্য বলতে পারেন না ৷ এটা অত্যন্ত বেদনাদায়ক৷ "

মন্ত্রী আরও বলেন, " GST চালু হয়েছে মাত্র দুই বছর ৷ একটু সময় দিন ৷ অদূর ভবিষ্যতে GST-র কাঠামো আপনাদের সন্তুষ্ট করবে ৷ GST আপনাকে খুশি করতে পারেনি তার জন্য আমি অত্যন্ত দুঃখিত ৷ তবে এই কর কাঠামোকে আপন করার চেষ্টা করুন ৷"

পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দপ্তর থেকে এই বিষয়টি নিয়ে টুইট করা হয় ৷ টুইটে মন্ত্রী ওই কর বিশেষজ্ঞকে তাঁর সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ জানিয়েছে৷ পাশাপাশি তাঁকে GST-র কাঠামোর উন্নতির জন্য পরামর্শ দিতে অনুরোধ করেছেন ৷

Last Updated : Oct 12, 2019, 1:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details