দিল্লি, 30 এপ্রিল : গোটা দেশজুড়ে যে লকডাউনের ঘোষণা করা হয়েছে আজ তার 37 দিন । স্তব্ধ হয়ে রয়েছে শিল্প । লকডাউনের জেরে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে দেশের শিল্পমহল । এই পরিস্থিতিতে খুব শীঘ্রই শিল্পমহলের জন্য আর্থিক প্যাকেজ আনতে চলেছে কেন্দ্র । সম্ভবত আগামীকালই ঘোষণা করা হতে পারে বিশেষ আর্থিক প্যাকেজ ।
শিল্পমহলের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা হতে পারে আগামীকাল
লকডাউনের কারণে চলতি আর্থিক বছরে যে ক্ষতি হতে চলেছে, তা GDP-র 4.8 শতাংশের সমান ।
সূত্রের খবর, একটি বড় অঙ্কের প্যাকেজের পরিবর্তে, ছোটো ছোটো ক্ষেত্র ভাগ করে প্রতিটি ক্ষেত্রের জন্য প্যাকেজের ব্যবস্থা করা হচ্ছে । অ্যাকুইট রেটিংসের তরফে যে হিসেব দেখানো হয়েছে, তাতে সবমিলিয়ে আনুমানিক প্রায় 11.2 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ বরাদ্দ করা প্রয়োজন । লকডাউনের কারণে চলতি আর্থিক বছরে যে ক্ষতি হতে চলেছে, তা GDP-র 4.8 শতাংশের সমান ।
অ্যাকুইট রেটিংসের তরফে আরও বলা হয়েছে, রাজ্যগুলি যে ক্ষতির মুখোমুখি হচ্ছে, তাতে সব রাজ্যের পক্ষে বকেয়া ঋণ মেটানোও সম্ভব নয় । এই পরিস্থিতিতে যেসব রাজ্যের রাজস্ব ঘাটতি তুলনামূলকভাবে কম, তারা এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পারে বলেও মনে করছেন অর্থনৈতিক পর্যবেক্ষকদের একাংশ । অ্যাকুইট রেটিংস তাদের রিপোর্টে বলেছে, এক্ষেত্রে ছয়টি রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে । এগুলি হল, কর্নাটক, গুজরাত, তামিলনাড়ু, মহারাষ্ট্র, হরিয়ানা ও তেলাঙ্গানা । তুলনামূলকভাবে এই ছয় রাজ্যের রাজস্ব ঘাটতির হার বাকি রাজ্যগুলির তুলনায়া অনেকটাই কম ।