পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"হাউডি মোদি"-র আগে অ্যামেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে তৎপর ভারত

শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, "আমরা বাণিজ্য ক্ষেত্রে অ্যামেরিকার সঙ্গে সব রকম দূরত্ব কমানোর জন্য কাজ করছি । অ্যামেরিকার সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা চলছে ।"

"হাউডি মোদি"-র আগে অ্যামেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে তৎপর ভারত

By

Published : Sep 17, 2019, 1:02 PM IST

দিল্লি, 17 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যামেরিকা সফরের আগে সে দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে তৎপর হয়েছে সরকার । প্রযুক্তি ও কৃষিক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জামের আমদানির জন্য ধার্য শুল্ক কমানো সহ চিকিৎসার বেশ কিছু সরঞ্জামের দামের উপর নিয়ন্ত্রণ তুলে নেওয়ার বিষয়ে ভাবছে কেন্দ্রীয় সরকার । সরকারের আশা এর ফলে অ্যামেরিকার তথ্যপ্রযুক্তি ও অন্য সংস্থাগুলি বেশি করে এদেশে বিনিয়োগ করবে । বিশেষজ্ঞদের মত, ভারতে IT-র সরঞ্জামে রপ্তানির ক্ষেত্রে শুল্ক বেশি হওয়ায় এতদিনেও পর্যাপ্ত পরিমাণে বিনিয়োগ করছিল না কম্পানিগুলো ।

ধর্মীয় কারণে কিছু কৃষিপণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা ছিল । তা ছাড়া WTO (বিশ্ব বাণিজ্য সংস্থা) কৃষিক্ষেত্রে নিয়ম ভেঙে রপ্তানির অভিযোগ এনেছে ভারতের বিরুদ্ধে । এই বিষয়গুলির জন্য অ্যামেরিকার সঙ্গে ভারতের কৃষিক্ষেত্রে আমদানি ও রপ্তানির হার কমেছে ।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূতরা "হাউডি মোদি" নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ সেখানে মোদি বক্তব্য রাখবেন । সেই অনুষ্ঠানে হাজির থাকবেন বলে জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ এরপরই অ্যামেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করার জন্য পদক্ষেপ নেওয়ার কথা বলছে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রক ।

এই বিষয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, "আমরা বাণিজ্য ক্ষেত্রে অ্যামেরিকার সঙ্গে সব রকম দূরত্ব কমানোর জন্য কাজ করছি । অ্যামেরিকার সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা চলছে ।" এর আগে ভারতকে দেওয়া "উপকৃত উন্নয়নশীল দেশ"- এর তকমা কেড়ে নিয়েছিল অ্যামেরিকা । এর জেরে বর্তমানে অ্যামেরিকার সঙ্গে বাণিজ্যে ভারত বিশেষ কিছু সুবিধা পাচ্ছে না ।

ABOUT THE AUTHOR

...view details