দিল্লি, 17 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যামেরিকা সফরের আগে সে দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে তৎপর হয়েছে সরকার । প্রযুক্তি ও কৃষিক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জামের আমদানির জন্য ধার্য শুল্ক কমানো সহ চিকিৎসার বেশ কিছু সরঞ্জামের দামের উপর নিয়ন্ত্রণ তুলে নেওয়ার বিষয়ে ভাবছে কেন্দ্রীয় সরকার । সরকারের আশা এর ফলে অ্যামেরিকার তথ্যপ্রযুক্তি ও অন্য সংস্থাগুলি বেশি করে এদেশে বিনিয়োগ করবে । বিশেষজ্ঞদের মত, ভারতে IT-র সরঞ্জামে রপ্তানির ক্ষেত্রে শুল্ক বেশি হওয়ায় এতদিনেও পর্যাপ্ত পরিমাণে বিনিয়োগ করছিল না কম্পানিগুলো ।
ধর্মীয় কারণে কিছু কৃষিপণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা ছিল । তা ছাড়া WTO (বিশ্ব বাণিজ্য সংস্থা) কৃষিক্ষেত্রে নিয়ম ভেঙে রপ্তানির অভিযোগ এনেছে ভারতের বিরুদ্ধে । এই বিষয়গুলির জন্য অ্যামেরিকার সঙ্গে ভারতের কৃষিক্ষেত্রে আমদানি ও রপ্তানির হার কমেছে ।