পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দুনিয়াকে বদলে দিয়ে WWW ৩০-এ পড়ল - WWW

৩০ বছরে পা দিল WWW(ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব)। এই বিশেষ দিনে বিশেষ ডুডলের মাধ্যমে WWW-র জন্মদিন উদযাপন করেছে গুগল।

ছবিটি প্রতীকী

By

Published : Mar 12, 2019, 1:52 PM IST

দিল্লি, ১২ মার্চ : ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। যা সংক্ষেপে WWW নামে পরিচিত। এই তিনটি অক্ষর ছাড়া আজকের পৃথিবী অকল্পনীয়। কম্পিউটার থেকে স্মার্টফোন - সবচেয়ে বেশি আঙুলের চাপ পড়ে বোধ হয় কী-প্যাডে এই তিনটি অক্ষরের বোতামে। দুনিয়াকে আমূল বদলে দিয়ে আজ ৩০ বছরে পা দিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বিশেষ ডুডলের মাধ্যমে WWW-র জন্মদিন উদযাপন করেছে গুগল।

গোটা দুনিয়ার ঠিকানা আজ ইন্টারনেটে বন্দী। যে কোনও তথ্যের সুলুকসন্ধানের জন্য তৈরি হয়েছিল WWW (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব)। ৩০ বছরে সে বেড়েছে আড়েবহরে।

কেমন ছিল WWW-র শুরুর গল্পটা-

১৯৬০ সালে অ্যামেরিকার সংস্থা ARPA (অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি) তৈরি করে ইন্টারনেট। তবে এই সিস্টেম ছিল পরীক্ষামূলক। অ্যামেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য ছিল এই সিস্টেম তৈরি করা হয়েছিল।

এরপর ১৯৮৯ সালের ১২ মার্চ। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন টিম বার্নারস লি। তিনি CERN সংস্থায় কর্মরত ছিলেন। ওই সময়ই বিষয়টি তাঁর মাথায় আসে। HTML, URL, HTTP তাঁর মস্তিষ্ক প্রসূত। প্রথম ওয়েবসাইটটি ছিল http://info.cern.ch।

গুগলের কুর্নিশ-

ইন্টারনেট দুনিয়ার পিতামহ ভীষ্মকে সম্মান জানাতে ভোলেনি গুগল। অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরেছে তার বিশেষ ডুডল। সেখানে একটি ডেক্সটপের স্ক্রিনে অবিরাম ঘুরে চলেছে পৃথিবী।

তথ্যের জগতে আলোড়ন ফেলেছিল WWW। পৃথিবীর গণ্ডি পেরিয়ে বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ে এসেছে সে হাতের মুঠোয়। দূরত্বের সংজ্ঞাকে আমূল বদলে আজ টিম বার্নারস লির সৃষ্টি পড়ল ৩০ বছরে।

For All Latest Updates

TAGGED:

WWWINTERNET

ABOUT THE AUTHOR

...view details