দিল্লি, ১২ মার্চ : ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। যা সংক্ষেপে WWW নামে পরিচিত। এই তিনটি অক্ষর ছাড়া আজকের পৃথিবী অকল্পনীয়। কম্পিউটার থেকে স্মার্টফোন - সবচেয়ে বেশি আঙুলের চাপ পড়ে বোধ হয় কী-প্যাডে এই তিনটি অক্ষরের বোতামে। দুনিয়াকে আমূল বদলে দিয়ে আজ ৩০ বছরে পা দিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বিশেষ ডুডলের মাধ্যমে WWW-র জন্মদিন উদযাপন করেছে গুগল।
গোটা দুনিয়ার ঠিকানা আজ ইন্টারনেটে বন্দী। যে কোনও তথ্যের সুলুকসন্ধানের জন্য তৈরি হয়েছিল WWW (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব)। ৩০ বছরে সে বেড়েছে আড়েবহরে।
কেমন ছিল WWW-র শুরুর গল্পটা-
১৯৬০ সালে অ্যামেরিকার সংস্থা ARPA (অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি) তৈরি করে ইন্টারনেট। তবে এই সিস্টেম ছিল পরীক্ষামূলক। অ্যামেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য ছিল এই সিস্টেম তৈরি করা হয়েছিল।