পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংস্কার না শেখালে বিদেশে গিয়ে গো-মাংস খায় মিশনারি স্কুলের পড়ুয়ারা : গিরিরাজ - giriraj-singh-waded-into-yet-another-controversygiriraj-singh-waded-into-yet-another-controversy

ফের বিতর্কিত মন্তব্য বেগুসরাইয়ের BJP সাংসদ গিরিরাজ সিংয়ের ৷ ’’অভিজাত পরিবারের শিশুরা, যারা মিশনারি স্কুলে ও বিদেশে পড়াশোনা করে তারা বাইরে গিয়ে গো-মাংস খায় ৷ কারণ আমরা তাদের ভারতীয় সংস্কারে শিক্ষিত করতে পারিনি’’, বলে মন্তব্য করেন তিনি ৷

image
গিরিরাজ সিং

By

Published : Jan 3, 2020, 9:44 AM IST

Updated : Jan 3, 2020, 12:37 PM IST

বেগুসরাই, 3 জানুয়ারি : সংস্কার জরুরি ৷ না হলে বিদেশে গিয়ে মিশনারি স্কুলে পড়াশোনা করা অভিজাত পরিবারের সন্তানরা গো-মাংস খাবে ৷ এমনই মন্তব্য করলেন বেগুসরাইয়ের BJP সাংসদ গিরিরাজ সিং ৷ তিনি দাবি করেন, ‘‘অভিজাত পরিবারের সন্তানরা, যারা মিশনারি স্কুলে ও বিদেশে পড়াশোনা করে, সংস্কার না শেখালে তারা বিদেশে গিয়ে গো-মাংস খায় ৷ কারণ আমরা তাদের ভারতীয় সংস্কারে শিক্ষিত করতে পারিনি ৷’’

তিনি আরও বলেন, ‘‘সমস্ত বেসরকারি স্কুলগুলিতে ভগবত গীতা পড়ানো উচিত ৷’’

‘‘আমি দেখেছি, মিশনারি স্কুলগুলিতে ও অভিজাত পরিবারের শিশুরা শিক্ষাগত ক্ষেত্রে সফল হয় এবং তাদের কেরিয়ারগ্রাফ ঊর্ধ্বমুখী ৷ কিন্তু তারা বাইরে গেলে গোমাংস খায় কেন?’’ কারণ আমরা তাদের সংস্কার শেখাতে পারিনি ৷ ’’, নিজের লোকসভা নির্বাচনী এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে এসে একথা বলেন গিরিরাজ ৷

নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, ''ভোট ব্যাঙ্কের স্বার্থে কংগ্রেস রোহিঙ্গা শরণার্থীদের কথা ভেবে এসব করছে ৷''

Last Updated : Jan 3, 2020, 12:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details