দিল্লি, 20 জুন : গরিব কল্যাণ রোজগার অভিযান প্রকল্পের কাজ আজ থেকে চালু হয়েছে । টুইট করে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । 50 হাজার কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে কোরোনা প্যানডেমিকের কারণে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক ও দেশের গরিব মানুষের জীবনে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তার সমাধান করতেই এই প্রকল্প বলে টুইটে জানালেন অমিত শাহ । টুইটে তিনি লেখেন, "এই দূরদর্শী প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই ।"
টুইটে তিনি আরও লেখেন, "গরিব কল্যাণ রোজগার অভিযানের আওতায় 6 রাজ্য মিলিয়ে মোট 116 টি জেলা উপকৃত হবে । গ্রামীণ ভারতের বিকাশ ও রোজগারে গতি আনতে যে কেন্দ্রের আওতাধীন 25 টি প্রকল্প এই গরিব কল্যাণ রোজগার অভিযানের অন্তর্ভুক্ত করা হবে ।"