পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গুরুগ্রামে মুসলিম ব্যক্তির মাথার টুপি খুলে নেওয়া ঠিক হয়নি : গম্ভীর - bjp

গুরুগ্রামে এক মুসলমান ব্যক্তির উপরে হামলার নিন্দা করে আজ টুইট করলেন BJP-র নব নির্বাচিত সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ।

গম্ভীর

By

Published : May 27, 2019, 11:44 PM IST

গুরুগ্রাম, 27 মে : গুরুগ্রামে এক মুসলমান ব্যক্তির উপরে একদল যুবকের চড়াও হওয়াকে কেন্দ্র করে BJP-র নব নির্বাচিত সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর তাঁর ক্ষোভ ব্যক্ত করলেন । তিনি লেখেন, "আমরা একটি ধর্মনিরপেক্ষ দেশ ।"

আজ সকালে করা টুইটে গৌতম তাঁর ক্ষোভ উগরে দিয়ে লেখেন, "গুরুগ্রামে মুসলিম ব্যক্তির মাথার টুপি খুলে নেওয়া হল, জয় শ্রী রাম বলতে বলা হল । এটা ঠিক নয় । গুরুগ্রাম কর্তৃপক্ষের উচিত দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা । আমরা একটি ধর্মনিরপেক্ষ দেশ যেখানে জাভেদ আখতার লেখেন 'ও পালনহারে, নির্গুণ অউর ন্যায়ারে' এবং রাকেশ ওমপ্রকাশ মেহরা 'দিল্লি 6' ছবিতে আমাদের উপহার দেন 'আর্জিয়া'র মতো গান ।"

আরও একটি টুইটে তিনি লেখেন, "ধর্মনিরপেক্ষতা সম্পর্কিত আমার বিশ্বাসের অনুপ্রেরণা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী মোদির মন্ত্র 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস'-এর মধ্যে ।"

অভিযোগ, গুরুগ্রামে আক্রান্ত ওই ব্যক্তির মাথার টুপি খুলে দিয়ে তাঁকে জয়শ্রীরাম বলতে বলা হয় । পূর্ব দিল্লি থেকে বিজয়ী প্রার্থী গৌতম গম্ভীর টুইট করে এই ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ দাবি করেন ।

ABOUT THE AUTHOR

...view details