বন্ধুত্ব ৷ এই একটি শব্দ জীবনের প্রত্যেক পদক্ষেপে বার বার নিজের অস্তিত্ব মনে করিয়ে দেয় ৷ শিশু বয়স থেকে প্রত্যেকের জীবনে বন্ধুত্বের বাঁধন শুরু হয়ে যায় ৷ স্কুলে টিফিন ভাগ করে খাওয়া, এক বেঞ্চে পাশাপাশি বসে পড়ার ফাঁকে পেন্সিল দিয়ে আঁকিবুকি কাটা ৷ তারপর স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ জীবনের বন্ধুত্বের আরেক বিশেষত্ব রয়েছে ৷ শৈশবের যে বন্ধুত্বে থাকে নিখাদ ভালোবাসা, যৌবনে পা দিয়ে সেই বন্ধুত্বই হয় ভরসার আরেক জায়গা ৷ যার কাছে মন খুলে নিজের সবটা উজার করা যায়, সেই তো বন্ধু ৷ যে বন্ধুত্বের মধ্যে নেই কোনও সম-অসম ভেদাভেদ ৷ একে অপরের সঙ্গে ভাব বিনিময়ের পাশাপাশি সংস্কৃতি, ভাষার বিনিময় হয়ে যায় বন্ধুত্বে ৷
ফ্রেন্ডশিপ ডে-র ইতিহাস
1930 সাল নাগাদ হলমার্ক কার্ডস-এর মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল ন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে ৷ সংস্থার প্রতিষ্ঠাতা জয়েস হল 2 অগাস্ট ফ্রেন্ডশিপ ডে পালনের ঘোষণা করেন ৷ এর জন্য তিনি কার্ড পাঠিয়ে বন্ধুদের শুভেচ্ছা জানানোর কথা বলেন ৷ এই বিষয়টি আরও বড় করে পালনের জন্য 1935 সালে অ্যামেরিকান কংগ্রেস অগাস্টের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে ঘোষণা করে ৷
ফ্রেন্ডশিপ ডে-র গুরুত্ব
মানুষের মধ্যে ভালোবাসা ও শান্তির বার্তা পৌঁছে দিতে ফ্রেন্ডশিপ ডে’র শুরু ৷ বন্ধুর সঙ্গেই সুখ-দুঃখ ভাগ করে নেওয়া যায় ৷ জীবনের চড়াই-উতরাইয়ে বন্ধুই পরামর্শ দেয়, পাশে থাকে ৷ তাই বছরের একটি বিশেষ দিনে তাদের সম্মান জানানো হয় ৷ বন্ধুত্ব আসলে সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না ৷ তবে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে বন্ধুত্বের ৷ প্রত্যেক মানুষের জীবন বন্ধু অবিচ্ছিন্ন অঙ্গ ৷ তাই ফ্রেন্ডশিপ ডে-র গুরুত্ব যথেষ্ট ৷ বন্ধু না থাকলে জীবনে শূন্যতা ভিড় করে ৷ বেঁচে থাকার মধ্যেও মানুষ কোথাও হারিয়ে যায় ৷ একমাত্র বন্ধুই পারে আরেক বন্ধুকে আনন্দ দিতে ৷ তাই প্রত্যেক মানুষের জীবনে ফ্রেন্ডশিপ পালনের গুরুত্ব থেকেই যায় ৷
COVID-19 পরিস্থিতিতে ফ্রেন্ডশিপ ডে পালন
কোরোনার বর্তমান পরিস্থিতিতে ফ্রেন্ডশিপ ডে পালনে ভাটা পড়েছে ৷ সামাজিক দূরত্ববিধি মানতে অনেকে এক জায়গায় জমায়েত করতে পারবেন না ৷ তাই এবছর ফ্রেন্ডশিপ ডে পালন হোক সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ৷ দূরত্ব ফ্রেন্ডশিপ ডে-র উপর প্রভাব ফেলতে পারেনি কখনও ৷ যাঁরা এই পরিস্থিতিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে পারছেন না, তাঁরা সুন্দর মেসেজ, শুভেচ্ছা, ছবি সোশাল মিডিয়ার মাধ্যমে পাঠাতে পারেন ৷ বাড়িতে ফুল পাঠাতে পারেন ৷ অনলাইনে গিফট পাঠিয়ে দিতে পারেন ৷ অনলাইন গেম খেলতে পারেন ৷ পাশাপাশি ভিডিয়ো কলের সুবিধা রয়েছে ৷ পুরানো ছবি কোলাজ করে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা যেতে পারে আজকের এই বিশেষ দিনে ৷
ফ্রেন্ডশিপ ডে-তে কিছু বিখ্যাত ব্যক্তিত্বের উক্তি-
এ পি জে আবদুল কালাম- ‘‘একটি ভালো বই একশো বন্ধুর সমান ৷ আর একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান ৷’’
‘‘পুরানো বন্ধুরা সোনা, নতুন বন্ধুরা হিরে ৷ যদি হিরে পাও তাহলে সোনাকে ভুলে যেও না ৷ কারণ হিরে ধরে রাখতে পারে সোনা ৷’’