দিল্লি, 8 জুন : আট কোটি পরিযায়ীকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র । সেখানে এখনও পর্যন্ত রেশন কার্ড নেই এমন মাত্র 20.26 লাখ পরিযায়ী উপভোক্তাদের বিনামূল্যে খাদ্যশস্য দিয়েছে রাজ্য সরকারগুলি । খাদ্য মন্ত্রক কর্তৃক গতকাল প্রকাশিত তথ্যে একথা বলা হয়েছে ।
লকডাউনে কোনও পরিযায়ী যাতে অনাহারে না থাকে সেই উদ্দেশে 14 মে বিশেষ ঘোষণা করেছিল কেন্দ্র । কেন্দ্রের ঘোষিত 20 লাখ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজে কেন্দ্র বা রাজ্য সরকারের রেশন কার্ড নেই এমন আট কোটি পরিযায়ীকে মাথাপিছু 5 কেজি খাদ্যশস্য এবং প্রতি পরিবার পিছু 1 কেজি ডাল বিনামূল্যে দেওয়ার কথা বলা হয় । গতকাল প্রকাশিত বিবৃতিতে খাদ্য মন্ত্রক জানায়, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি 4.42 লাখ টন খাদ্যশস্য নিয়েছে । যার মধ্যে লক্ষ্যমাত্রার মাত্র 2.25 শতাংশ অর্থাৎ 20.26 লাখ পরিযায়ী উপভোক্তাদের 10,131 টন খাদ্যশস্য বণ্টন করা হয়েছে ।
পরিযায়ীদের বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের জন্য রাজ্যগুলি বিভিন্ন মডেল গ্রহণ করেছে । কেউ কেউ রেশন সহ রান্না করা খাবার বিতরণ করছেন, আবার কেউ কুপন দিচ্ছেন । 1.96 কোটি পরিযায়ী পরিবারকে দু'মাস বিনামূল্যে বিতরণের জন্য 39000 টন ডালের অনুমোদন দেয় মন্ত্রক । প্রায় 28,306 টন ডাল কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পাঠানো হয়েছে, যার মধ্যে 15,413 টন বিমানে নিয়ে যাওয়া হয়েছে । 631 টন ডাল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বিতরণ করেছে ।