পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিনামূল্যে খাদ্যশস্য পেয়েছে 20.26 লাখ পরিযায়ী : খাদ্য মন্ত্রক

কেন্দ্রের ঘোষিত 20 লাখ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজে কেন্দ্র বা রাজ্য সরকারের রেশন কার্ড নেই এমন আট কোটি পরিযায়ীকে মাথাপিছু 5 কেজি খাদ্যশস্য এবং প্রতি পরিবার পিছু 1 কেজি ডাল বিনামূল্যে দেওয়ার কথা বলা হয় । সেখানে এখনও পর্যন্ত রেশন কার্ড নেই এমন মাত্র 20.26 লাখ পরিযায়ী উপভোক্তাদের বিনামূল্যে খাদ্যশস্য দিয়েছে রাজ্য সরকারগুলি ।

free foodgrains
free foodgrains

By

Published : Jun 8, 2020, 3:41 PM IST

দিল্লি, 8 জুন : আট কোটি পরিযায়ীকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র । সেখানে এখনও পর্যন্ত রেশন কার্ড নেই এমন মাত্র 20.26 লাখ পরিযায়ী উপভোক্তাদের বিনামূল্যে খাদ্যশস্য দিয়েছে রাজ্য সরকারগুলি । খাদ্য মন্ত্রক কর্তৃক গতকাল প্রকাশিত তথ্যে একথা বলা হয়েছে ।

লকডাউনে কোনও পরিযায়ী যাতে অনাহারে না থাকে সেই উদ্দেশে 14 মে বিশেষ ঘোষণা করেছিল কেন্দ্র । কেন্দ্রের ঘোষিত 20 লাখ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজে কেন্দ্র বা রাজ্য সরকারের রেশন কার্ড নেই এমন আট কোটি পরিযায়ীকে মাথাপিছু 5 কেজি খাদ্যশস্য এবং প্রতি পরিবার পিছু 1 কেজি ডাল বিনামূল্যে দেওয়ার কথা বলা হয় । গতকাল প্রকাশিত বিবৃতিতে খাদ্য মন্ত্রক জানায়, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি 4.42 লাখ টন খাদ্যশস্য নিয়েছে । যার মধ্যে লক্ষ্যমাত্রার মাত্র 2.25 শতাংশ অর্থাৎ 20.26 লাখ পরিযায়ী উপভোক্তাদের 10,131 টন খাদ্যশস্য বণ্টন করা হয়েছে ।

পরিযায়ীদের বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের জন্য রাজ্যগুলি বিভিন্ন মডেল গ্রহণ করেছে । কেউ কেউ রেশন সহ রান্না করা খাবার বিতরণ করছেন, আবার কেউ কুপন দিচ্ছেন । 1.96 কোটি পরিযায়ী পরিবারকে দু'মাস বিনামূল্যে বিতরণের জন্য 39000 টন ডালের অনুমোদন দেয় মন্ত্রক । প্রায় 28,306 টন ডাল কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পাঠানো হয়েছে, যার মধ্যে 15,413 টন বিমানে নিয়ে যাওয়া হয়েছে । 631 টন ডাল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বিতরণ করেছে ।

রেশন সহ রান্না করা খাবার বিতরণ হচ্ছে

একইভাবে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায়, রাজ্যগুলি এপ্রিলে 92.45 শতাংশ, মে মাসে 87.33 শতাংশ এবং জুনে এখনও পর্যন্ত 17.47 শতাংশ খাদ্যশস্য় বিনামূল্যে বিতরণ করেছে ।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় সরকার জুন পর্যন্ত তিন মাসের জন্য রেশন কার্ডধারীদের মাথাপিছু 10 কেজি ও পরিবার প্রতি এক কেজি ডাল সরবরাহ করেছে । এটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় ভর্তুকিযুক্ত শস্যের বেশি ।

24 মার্চ লকডাউন ঘোষণার পর থেকে প্রায় 111.02 লাখ টন খাদ্যশস্য উত্তোলন করা হয়েছে এবং 3,965টি রেল র‌্যাকের মাধ্যমে পরিবহন করা হয়েছে । রেলপথ ছাড়াও সড়ক ও নৌপথেও পরিবহন হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রক ।

ABOUT THE AUTHOR

...view details