দিল্লি, 14 মে : সাংবাদিক বৈঠকে গতকাল আত্মনির্ভর ভারত অভিযানের আর্থিক প্যাকেজে দেশের ছোটো, মাঝারি, ক্ষুদ্র শিল্প, EPF, আয়কর সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজ দ্বিতীয় দিনে আত্মনির্ভর ভারত অভিযানে মূলত ভিন রাজ্যের শ্রমিক ও কৃষকদের ক্ষেত্রে নানা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী । নির্মলা সীতারমন জানান, দেশের এই পরিস্থিতিতে দু'মাসের জন্য বিনামূল্যে খাদ্য়শস্য সরবরাহ করা হবে 8 কোটি পরিযায়ী শ্রমিককে ।
অর্থমন্ত্রীর বক্তব্য, "8 কোটি পরিযায়ী শ্রমিককে বিনামূল্যে খাদ্য়শস্য সরবরাহ করা হবে। তাঁদের জন্য 3 হাজার 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । এক্ষেত্রে রেশন কার্ড না থাকলেও মিলবে রেশন । প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, পাঁচ কেজি করে গম ও এক কেজি করে ডাল দেওয়া হবে ।" তিনি জানান, রাজ্যে ফেরার পর তাঁদের 100 দিনের কাজেও আরও বেশি করে সুবিধা দেওয়া হবে ।