ফর্ম পূরণের নামে অনলাইনে 96 হাজার টাকার প্রতারণা - চাকুরী পোর্টালে রেজিস্ট্রেশন
একটি অজানা নম্বর থেকে তিনি কল পান। যেখানে একজন নিজেকে সাইটের প্রতিনিধি বলে দাবি করেন । এবং ওই ব্যক্তিকে পুনরায় রেজিস্ট্রেশন করতে বলেন । ফর্মটি পূরণ করার জন্য একটি লিঙ্ক দেওয়া হয়।
হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর : তেলাঙ্গানায় অনলাইন প্রতারণার শিকার এক চাকরিপ্রার্থী ।
চাকরির পোর্টালে রেজিস্ট্রেশন করানোর প্রতিশ্রুতি দিয়ে সেকান্দারবাদের এক তরুণ চাকরিপ্রার্থীর থেকে 96 হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকরা ।
এক পুলিশকর্মী বলেন, "প্রতারকরা ওই ব্যক্তিকে ফোন করে এবং একটি অনলাইন ফর্ম পূরণের জন্য রাজি করায় । ফর্মের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার অন্তর্ভুক্ত থাকে। ওই ব্যক্তি ফর্মটি পূরণ করার পরই 96 হাজার টাকা খোয়ান । এরপরে তিনি হায়দরাবাদ সাইবার ক্রাইম অভিযোগ দায়ের করেন ।"
রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তি কয়েক বছর আগে চাকরির জন্য অনলাইনে আবেদন করেন । পাশাপাশি একটি চাকরির সাইটে নিজের প্রোফাইল বানান । তিনি রেজিস্ট্রেশন ফিও জমা দেন, কিন্তু নিয়োগকর্তাদের তরফে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি ।
তবে, 16 সেপ্টেম্বর একটি অজানা নম্বর থেকে তিনি কল পান। যেখানে একজন নিজেকে সাইটের প্রতিনিধি বলে দাবি করেন । এবং ওই ব্যক্তিকে পুনরায় রেজিস্ট্রেশন করতে বলেন । ফর্মটি পূরণ করার জন্য একটি লিঙ্ক দেওয়া হয়। তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে রেজিস্ট্রেশনের অর্থ শীঘ্রই ফেরত দেওয়া হবে ।
হায়দরাবাদ সাইবার পুলিশের তরফে জানানো হয়, " প্রতারকের কথা সত্যি মনে করে তিনি ফর্মটি পূরণ করেন । তারপরই তিনি বুঝতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে 96 হাজার টাকা লুট হয়ে গেছে ।"
সাইবার ক্রাইম পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তির অভিযোগ নিয়ে মামলা রুজু করেছেন। দোষীদের ধরার জন্য তদন্ত চলছে।