490 বছরের বিতর্ক । বহু ইতিহাস, ঘাত-প্রতিঘাত পেরিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান । গত বছর সুপ্রিম কোর্টের রায়দানের পর, এবার অযোধ্যার জমিতেই গড়ে উঠছে রামলালার মন্দির । ইতিমধ্যেই সেজে উঠেছে অযোধ্যা নগরী । নানা পবিত্র স্থানের মাটি, নানা নদীর জল সংগ্রহ দেশের নানা প্রান্তের সাধু-সন্ন্যাসীদের আমন্ত্রণ জানানোর মাধ্যমে মহাসমারোহে আয়োজন করা হয়েছে ভূমিপুজোর । বেলা 12 টা বেজে 15 মিনিট 15 সেকেন্ডে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এ যেন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে অযোধ্যা ।
প্রধানমন্ত্রী অযোধ্যায় পৌঁছানোর পূর্বের সূচি
- ভোর 4টা বেজে 30 মিনিট নাগাদ কৈলাসপতি পুজো হবে ।
- এরপর সকাল 6 টা বেজে 30 মিনিটে রামানন্দ যজ্ঞ হবে ।
- সকাল আটটার সময় মহানির্বাণ যজ্ঞ হবে ।
- এরপর ধীরে ধীরে আগত অতিথিদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে ।
অযোধ্যায় প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল 9 টা 35 মিনিটে দিল্লি থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী । বেলা 12 টা 15মিনিট 15 সেকেন্ডে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি । তারপর দুপুর 2টো বেজে 5 মিনিট নাগাদ হেলিপ্যাডের উদ্দেশে রওনা । সেখান থেকে দুপুর 2টো 20 মিনিট নাগাদ দিল্লি পাড়ি দেবেন ।
কারা থাকবেন অনুষ্ঠান মঞ্চে
মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, RSS প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্য়াটেল, যোগী আদিত্যনাথ । এছাড়াও থাকছেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের প্রেসিডেন্ট মহন্ত নৃত্যগোপাল দাস । উপস্থিত থাকার কথা রয়েছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের জেনেরাল সেক্রেটারি চম্পত রাই ।
আমন্ত্রিত 175 জন অতিথির মধ্যে 135 জন সাধু-সন্ন্যাসী । থাকতে পারেন ইকবাল আনসারি । রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার অন্যতম মামলাকারী । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভূমিপুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রবীণ BJP নেতা লালকৃষ্ণ আদবানি ও মুরলিমনোহর জোশির ।
মূল অনুষ্ঠানের দায়িত্বে কারা