তিরুবনন্তপুরম, 21 জানুয়ারি: গরিব-গুর্বোদের লাখোপতি, কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাতেন শরাফুদ্দিন। লটারির টিকিট বিক্রি করে কোনওক্রমে দিন গুজরান করলেও, কখনও নিজে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার সাহস দেখাতে পারেননি। তবে ভাগ্য যখন সহায়, তখন আর তাঁর ধনী হওয়া আটকায় কে? বিক্রি না-হওয়া এক লটারির টিকিটই তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। শরাফুদ্দিন জিতে নিয়েছেন ১২ কোটি টাকা।
তিরুবনন্তপুরমের ঘটনা। তেনকাসির বাসিন্দা ৪৬ বছরের শরাফুদ্দিনের ঝুলিতে এখন কেরালা সরকারের ক্রিসমাস-নিউ ইয়ার বাম্পারের প্রথম পুরস্কার ১২ কোটি টাকা। তামিলনাড়ুর সীমান্ত লাগোয়া কোল্লাম জেলায় আর্যানকাভুর কাছে এরাভিধর্মাপুরমে সরকারের জমিতে ছোট্ট একচিলতে ঘর। ঠাসাঠাসি করে সেখানেই বাস শরাফুদ্দিনের ৬ জনের যৌথ পরিবারের। ২০১৩ সালে গাল্ফ থেকে ফেরেন তিনি। তারপরই শুরু করেন লটারি বিক্রির ব্যবসা। কোনও ক্রমে দিন চালাচ্ছিলেন। পরিস্থিতি আরও কঠিন হয় কোভিড পরিস্থিতিতে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল তাঁকে। এরই মধ্যে হাতে লেগে গেল অপ্রত্যাশিত জ্যাকপট।