পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ট্রাম্পের সম্মানে ডাকা নৈশভোজে থাকছেন না মনমোহন সিং - মনোমোহন সিং

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ডাকা নৈশভোজে তিনি থাকতে পারবেন না বলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অফিসে জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

manmohan singh
মনমোহন সিং

By

Published : Feb 25, 2020, 3:19 AM IST

দিল্লি, ২৫ ফেব্রুয়ারি : অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ডাকা নৈশভোজে তিনি থাকতে পারবেন না। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অফিসে জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ওই নৈশভোজে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে আমন্ত্রণ জানানো হয়নি। দলীয় সুপ্রিমোকে আমন্ত্রণ না জানানোয় মনমোহন সিং নৈশভোজ এড়িয়ে গেলেন বলে অনেকে মনে করছেন। যদিও রাষ্ট্রপতির অফিসকে শারীরিক কারণের কথা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

শুধু মনমোহন সিং-ই নন, রাষ্ট্রপতি ভবনে ডিনারে যোগ দিচ্ছেন না লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি ও রাজ্যসভার নেতা গুলাম নবি আজাদও। প্রসঙ্গত, ট্রাম্পের সঙ্গে বিরোধী দলের কোনও নেতার বৈঠকের ব্যবস্থা করা হয়নি। এমনটা করে ঐতিহ্য ভাঙা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। যদিও অপরপক্ষের মত, রাষ্ট্রপতির নৈশভোজে বৃহত্তম বিরোধী দলের সভাপতিকে আমন্ত্রণ জানানোর কোনও প্রথা নেই। জানা যায়, কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকারের ১০ বছরে অ্যামেরিকার দুই প্রেসিডেন্ট ভারত সফরে এসেছিলেন। কিন্তু, রাষ্ট্রপতির নৈশভোজে কোনও BJP সভাপতিকে ডাকা হয়নি। যদিও সেই সময় BJP বৃহত্তম বিরোধী দল ছিল।

দু'দিনের ভারত সফরে এসেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল গুজরাতে মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে যোগ দেন অ্যামেরিকার প্রেসিডেন্ট। পরে উড়ে যান আগ্রায় তাজমহল পরিদর্শনে। আজ দিল্লিতে বৈঠকে বসবেন মোদি-ট্রাম্প। অন্যদিকে দিল্লির একটি সরকারি স্কুল পরিদর্শনে যাবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এরপর ট্রাম্প দম্পতি নৈশভোজে যোগ দেবেন। শেষে উড়ে যাবেন অ্যামেরিকার উদ্দেশে।

ABOUT THE AUTHOR

...view details