দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : গত দু'দশক ধরে পাকিস্তানে সক্রিয় জইশ জঙ্গিরা। বারবার পাকিস্তানকে এসম্পর্কে বলা হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। আজ ভোররাতের অভিযানে জইশের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। সাংবাদিক বৈঠকে বললেন বিদেশ সচিব বিজয় গোখলে।
জইশের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটি ধ্বংস হয়েছে : বিদেশ সচিব
আজ ভোররাতের অভিযানে জইশের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। সাংবাদিক বৈঠকে বললেন বিদেশ সচিব বিজয় গোখলে।
বিজয় গোখলে, বিদেশ সচিব
বিজয় গোখলে বলেন, "আজ ভোররাতে বালাকোটে অভিযান চালানো হয়। বালাকোট হল জইশের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র। বহু সংখ্যক জইশ জঙ্গিতে খতম করা হয়েছে। এদের মধ্যে জঙ্গি প্রশিক্ষক ও সিনিয়র কমান্ডার। এই ক্যাম্পটির নেতৃত্বে ছিল মৌলানা ইউসুফ আলিয়াস উস্তাদ ঘাউরি।"
বিদেশ সচিব আরও বলেন, "গোয়েন্দারা খবর পেয়েছিলেন যে ভারতের একাধিক জায়গায় হামলা চালানোর ছক কষেছিল জইশ জঙ্গিরা। তার জন্য তারা উপযুক্ত প্রশিক্ষণও নিয়েছিল।"