দিল্লি, 17 জুন : লোকসভা নির্বাচনের পর আজ প্রথম অধিবেশন সংসদে । বাদল অধিবেশনের এই প্রথম দিনে উপস্থিত থাকবেন নব নির্বাচিত সাংসদরা । আগামী 5 জুলাই পেশ হবে কেন্দ্রীয় বাজেট । অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে ওই দিন অর্থ সংক্রান্ত কিছু বিলও পেশ করা হবে বলে জানা যাচ্ছে ।
আজ থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 26 জুলাই পর্যন্ত । বাজেট ছাড়াও অধিবেশনে আলোচিত হতে পারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় । তাই অধিবেশন শুরুর আগে গতকাল সর্বদলীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন । বৈঠক শেষে সুদীপ অভিযোগ করেন, রাজ্যে বিভিন্ন ইশুতে কেন্দ্র হস্তক্ষেপ করছে, যা একেবারেই কাম্য নয় । বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ।
অন্যদিকে, কী কী ইশু উঠে আসতে পারে এই বাদল অধিবেশনে ; দেখে নেওয়া যাক -