পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ শুরু বাদল অধিবেশন, বাজেট পেশ 5 জুলাই - monsoon session

লোকসভা নির্বাচনের পর আজ প্রথম অধিবেশন সংসদে । বাদল অধিবেশনের এই প্রথম দিনে উপস্থিত থাকবেন নব নির্বাচিত সাংসদরা ।

ফাইল ফোটো

By

Published : Jun 17, 2019, 9:09 AM IST

দিল্লি, 17 জুন : লোকসভা নির্বাচনের পর আজ প্রথম অধিবেশন সংসদে । বাদল অধিবেশনের এই প্রথম দিনে উপস্থিত থাকবেন নব নির্বাচিত সাংসদরা । আগামী 5 জুলাই পেশ হবে কেন্দ্রীয় বাজেট । অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে ওই দিন অর্থ সংক্রান্ত কিছু বিলও পেশ করা হবে বলে জানা যাচ্ছে ।

আজ থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 26 জুলাই পর্যন্ত । বাজেট ছাড়াও অধিবেশনে আলোচিত হতে পারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় । তাই অধিবেশন শুরুর আগে গতকাল সর্বদলীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন । বৈঠক শেষে সুদীপ অভিযোগ করেন, রাজ্যে বিভিন্ন ইশুতে কেন্দ্র হস্তক্ষেপ করছে, যা একেবারেই কাম্য নয় । বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ।

অন্যদিকে, কী কী ইশু উঠে আসতে পারে এই বাদল অধিবেশনে ; দেখে নেওয়া যাক -

চলতি মাসের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন তৎকালীন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল । এবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন । এই অধিবেশনের একটা বিরাট অংশ জুড়ে থাকবে বাজেট সংক্রান্ত আলোচনা ।

বাজেট পেশের আগের দিন, 4 জুলাই সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করবেন অর্থমন্ত্রী ।

নতুন সাংসদদের শপথ গ্রহণ, স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ জ্ঞাপন পর্ব চলবে প্রথম কয়েকদিন ।

বুধবার সব দলের লোকসভা এবং রাজ্যসভার মুখ্য সচেতকদের নিয়ে প্রধানমন্ত্রী একটি বৈঠক করবেন । যেখানে 2022-এ স্বাধীনতার 75 বছর পূর্তিতে 'এক দেশ এক নির্বাচন'-এর বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে । সঙ্গে গান্ধিজির 150তম জন্মদিনে কী কী কর্মসূচি নেওয়া যায় সেই নিয়েও আলোচনা হবে । ফলে এই বিষয়গুলি সেক্ষেত্রে অধিবেশনেও আলোচিত হতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details