পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বান্দ্রার MTNL বিল্ডিংয়ে আগুন, রোবোটের সাহায্যে উদ্ধার প্রত্যেকেই - bandra fire

মুম্বইয়ের বান্দ্রার MTNL বিল্ডিংয়ে আগুন ।

বান্দ্রার MTNL বিল্ডিংয়ে আগুন, আটকে কমপক্ষে 100

By

Published : Jul 22, 2019, 4:44 PM IST

Updated : Jul 22, 2019, 8:51 PM IST

মুম্বই , 22 জুলাই : মুম্বইয়ের বান্দ্রার MTNL বিল্ডিংয়ে আগুন । ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 14টি ইঞ্জিন । আজ বিকেল 3টা10 মিনিটে বান্দ্রা ওয়েস্টের MTNL বিল্ডিংয়ে আগুন লাগে । বহুতলটিতে 84 জন আটকে ছিলেন । তাদের সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে । এই প্রথম দেশে অগ্নি নির্বাপণের ক্ষেত্রে ব্যবহার করা হল রোবোট ।

এই প্রথম ভারতে অগ্নি নির্বাপণের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে রোবোট

দমকল সূত্রে জানানো হয়, আগুনটি চতুর্থ স্তরের ছিল । আগুন থেকে বাঁচতে অনেকেই ছাদে চলে যায় । দমকল কর্মীরা ল্যাডার ব্যবহার করে তাদের উদ্ধারের কাজ চালায় । ঘটনার পর দমকলের মুখ্য আধিকারিক পি রাহাংদালে বলেন, "পুরো বিল্ডিং ধোঁয়ায় ছেয়ে গেছিল। উপরতলায় বেশ কয়েকজন আটকে ছিলেন । কোনও হতাহতের কোনও খবর নেই । আগুন লাগার কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি ।"

মুম্বইয়ের বান্দ্রার MTNL বিল্ডিংয়ে আগু

গতকালই মুম্বইয়ের কোলাবার মেরি ওয়েদার রোডে তাজমহল ও ডিপ্লোম্যাট হোটেলের কাছে চার্চ চেম্বার বহুতলের চার তলায় আগুন লেগে মৃত্যু হয় একজনের । সেই ঘটনার 24 ঘণ্টা পার হতে না হতেই আবার আগুন লাগল মুম্বইতে ।

ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 14টি ইঞ্জিন
Last Updated : Jul 22, 2019, 8:51 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details