পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লাভের মুখ দেখছে কেন্দ্রীয় আওতাধীন ব্যাঙ্কগুলি

ধুঁকতে থাকা ব্যাঙ্কগুলির আর্থিক পরিস্থিতির পুনরুদ্ধার করতে সরকার যেসব পদক্ষেপগুলি করেছিল তার ফল দিতে শুরু করেছে ৷ সরকার ব্যাঙ্কগুলির আর্থিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ৷ এমনই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷

PSB
নির্মলা সীতারমণ

By

Published : Dec 28, 2019, 7:01 PM IST

দিল্লি, 28 ডিসেম্বর : ঘাটতিতে চলতে থাকা ব্যাঙ্কগুলির আর্থিক অবস্থার উন্নতি হয়েছে ৷ বর্তমান আর্থিক পরিস্থিতির বিচারে মোট 13 টি ব্যাঙ্ক লাভের মুখ দেখেছে ৷ আজ ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে নির্মলা সীতারমণের বৈঠক শেষে এমনই জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ৷

কেন্দ্রের অধীনস্ত ব্যাঙ্কগুলির প্রধান হিসেবে অর্থমন্ত্রী আজ বৈঠক শেষে জানান, ধুঁকতে থাকা ব্যাঙ্কগুলির আর্থিক পরিস্থিতির পুনরুদ্ধার করতে সরকার যেসব পদক্ষেপগুলি করেছিল তার ফল দিতে শুরু করেছে ৷ স রকার ব্যাঙ্কগুলির আর্থিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ৷

অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, "সরকারের অধীনস্ত ব্যাঙ্কগুলির নন পারফর্মিং অ্যাসেট 2018 সালের মার্চে ছিল 8.96 কোটি ৷ সেখান থেকে কমে 7.29 কোটিতে এসে দাড়ায় 2019 -এর সেপ্টেম্বরে ৷ হাল ফেরাতে সরকার যেসব উদ্যোগগুলি নিয়েছে তার ফলে বিগত সাত বছরে সবথেকে বেশি ঘাটতি মেটাতে পেরেছে ব্যাঙ্কগুলি ৷ লাভের মুখ দেখছে সরকারি ব্যাঙ্কগুলি ৷ "

মূল্যায়নকারী সংস্থা ICRA-র রিপোর্ট অনুযায়ী, গত বছর দেশে ঋণ বৃদ্ধির হার ছিল 13.3 শতাংশ । চলতি আর্থিক বছরে সেই বৃদ্ধির হার মাত্র 7 শতাংশের মধ্যে থাকবে বলে পূর্বাভাস । ICRA-র পূর্বাভাস যদি মিলে যায় তাহলে গত 58 বছরে এবারই প্রথম ভারতে ঋণ বৃদ্ধির হার এতটা কমবে । রিজ়ার্ভ ব্যাঙ্কের বার্ষিক ঋণ বৃদ্ধির তথ্য অনুযায়ী, এর আগে 1962 সালে ঋণ বৃদ্ধির হার ছিল 5.4 শতাংশ ।

রিপোর্ট অনুযায়ী, চলতি আর্থিক বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার 4.5 শতাংশ, যা গত ছয় বছরে সর্বনিম্ন । অন্যদিকে ঋণ বৃদ্ধির হার 6.5-7 শতাংশ, যা ছয় দশকে সর্বনিম্ন । রিজ়ার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে বাজারে চাহিদার পরিমাণ কমেছে । ঋণ বৃদ্ধির হার কমে যাওয়া এর অন্যতম কারণ ।

ABOUT THE AUTHOR

...view details